সালেহ্ বিপ্লব ও মহসীন কবির : [২] যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের ফেডারেল কোর্ট আল জাজিরা টেলিভিশন কর্তৃপক্ষের বিরুদ্ধে দায়েরকৃত মামলা গ্রহণ করেছেন ।
[৩] বাংলাদেশ সময় মঙ্গলবার (২ মার্চ) সকালে সাংবাদ সম্মেলনে মামলার বাদী যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ড. রাব্বি আলম জানান, গত ২২ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল কোর্টে আল জাজিরার বিরুদ্ধে ফাইভ হান্ডেড মিলিয়ন ডলার (৫০ কোটি ডলারের) মানহানি মামলা করা হয়েছে। এই মামলার মূল পাঁচ আসামি ছাড়াও এর সঙ্গে যারা জড়িত রয়েছে, তাদেরকে প্রমাণ করতে হবে, তাদের দেয়া পত্রটি মিথ্যা নয় সত্য।
[৪] তিনি বলেন, এ কাজের মাধ্যমে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নকে বাধাগ্রস্ত করার পায়তারা চলছে। যারা বাংলাদেশের উন্নয়নের পথে বাধা সৃষ্টি করছে, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশে বসে ষড়যন্ত্র করছে, তাদেরকে প্রতিহত করার সব ধরনের প্রস্তুতি চলছে। বঙ্গবন্ধুর আদর্শকে বুকে লালনকারী ব্যক্তিদের স্ব স্ব জায়গা থেকে শক্ত ভূমিকা পালন করতে হবে।