শিরোনাম
◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ০১ মার্চ, ২০২১, ০৬:১৭ সকাল
আপডেট : ০১ মার্চ, ২০২১, ০৬:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মুশতাক আহমেদের মৃত্যু: পুলিশি ব্যারিকেড ভেঙে প্রগতিশীল ৯ ছাত্র সংগঠনের সমাবেশ, পুর্ব নির্ধারিত ‘স্বরাষ্ট্রমন্ত্রণায় ঘেরাও’ কর্মসূচি পালন (ভিডিও)

শরীফ শাওন, মহসীন কবির: [২] বিল্পবী ছাত্র মৈত্রীর সভাপতি ইকবাল কবির জানান, সোমবার বেলা সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্রালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ছাত্রদের সমাবেশ শুরু হয়। পরে বিক্ষোভ মিছিল নিয়ে শহিদ মিনার হয়ে সচিবালয়ের গেটে সমাবেশের মাধ্যমে দুপুর সোয়া ১টার দিকে কর্মসূচি সমাপ্ত করা হয়।

[৩] ইকবাল কবির বলেন, মিছিলটি প্রথমে শিক্ষা অধিদপ্তরের সামনে পুলিশি ব্যারিকেডের মুখে পড়ে, ব্যারিকেড ভেঙ্গে এগিয়ে গেলে সচিবালয়ের গেটে পুনরায় পুলিশি বাধার মুখে পড়ি। তবে এসময় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

[৪] পরবর্তী কর্মসূচি বিষয়ে বলেন, ছাত্র শিক্ষকসহ বৃহত্তর মঞ্চ তৈরি করে আন্দোলনের লক্ষ্যে শিক্ষকদের সঙ্গে আলোচনা চলছে। আশা করি অল্প দিনের মধ্যে বৃহত্তর আন্দোলনে নামতে পারবো, এবং দ্রুতই তা প্রেস কনফারেন্সের মাধ্যমে জানানো হবে।

[৫] সমাবেশে বক্তারা বলেন, ‘রাখিব নিরাপদ, দেখাব আলোর পথ’ কারাগারে লেখা থাকলেও কী আলোর পথ দেখালেন মুশতাককে? অপরাধী না নিরাপরাধ না জেনেই তিনি মৃত্যুবরণ করলেন। এ থেকেই পুলিশ প্রশাসনসহ সকলের কর্মকাণ্ড স্পষ্ট। শান্তিপূর্ন মছাল মিছিলে পুলিশি হামলা, আবার তারাই বলছে ছাত্ররা তাদের আহত করেছে। তারা বলেন, সরকার যে সুবর্ণজয়ন্তী পালন করবে তা আওয়ামী লীগের ও লুটপাটের সুবর্ণজয়ন্তী। তারা ডাকসু নির্বাচনে ছাত্রদের দিয়ে ব্যালট চুরি করিয়েছে, ১৯৭১ সাল থেকেই দেশের মানুষকে অপমাণিত করছে।

[৬] তারা জানান, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি, কারাগারে মুশতাক হত্যার বিচার, কারাবন্দি ৭ ছাত্র নেতা এবং খুলনার ১জন শ্রমিক নেতার নিঃশর্ত মুক্তির দাবিতে এ কর্মসূচি পালিত হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়