শিরোনাম
◈ বিএনপি সরকার গঠন করলে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার আশা করি: জি-২৪ ঘণ্টাকে শেখ হাসিনা ◈ রমজানে মক্কা–মদিনায় তারাবিহ হবে ১০ রাকাত, সিদ্ধান্ত সৌদি কর্তৃপক্ষের ◈ বিএনপির সঙ্গে সংঘর্ষে আহত জামায়াত নেতা রেজাউল করিমের মৃত্যু ◈ তারেক রহমানের প্রত্যাবর্তন: রাজনীতি, বিতর্ক ও ‘নতুন বাংলাদেশ’-এর প্রত্যাশা ◈ ভারতীয় অপতথ্যের ফাঁদে বাংলাদেশ, উদ্বেগজনক হারে বাড়ছে ভুয়া খবর ◈ চুক্তিতে না এলে আগের চেয়েও ভয়াবহ হামলা: ইরানকে ট্রাম্পের নতুন হুমকি ◈ এবার চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেল শিশু, চলছে উদ্ধার কাজ (ভিডিও) ◈ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ: টিকিট নিশ্চিত করল বাংলাদেশ ◈ ১৪ বছর পর ঢাকা–করাচি সরাসরি ফ্লাইট, টিকিট কেনার হিড়িকে দ্বিতীয় ট্রিপেরও ৮০ শতাংশ বুকিং ◈ খেলাপি ঋণ কমাতে কঠোর পদক্ষেপ: নাম-ছবি প্রকাশ ও ভ্রমণ নিষেধাজ্ঞার দাবি

প্রকাশিত : ০১ মার্চ, ২০২১, ০১:৫৭ রাত
আপডেট : ০১ মার্চ, ২০২১, ০১:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সরকার মুশতাকের মৃত্যুর দায় এড়াতে পারে না: মোশাররফ

শিমুল মাহমুদ: [২] বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেছেন, অত্যন্ত দুঃখজনক যে লেখক মুশতাক কারাগারে মৃত্যুবরণ করেছে। এখানে কারাগার কর্তৃপক্ষ, সরকার এই মৃত্যুর দায় এড়াতে পারে না।

[৩] স্বাধীন দেশে স্বাধীনতার ৫০ বছর যখন আমরা পালন করতে যাব, তখন একটি অন্যায়ের প্রতিবাদ যদি করতে দেয়া না হয়। এটা অত্যন্ত দুঃখজনক। আজ যারা আহত হয়েছে তাদের প্রতি সমবেদনা জানান। আর যারা গ্রেফতার হয়েছে তাদের মুক্তি কামনা করি। অবিলম্বে তাদের মুক্তি দেয়া হোক। আর যে নির্মম অত্যাচার, পাশবিক নির্যাতন করা হয়েছে তার তীব্র নিন্দা জানাই।

[৪] খন্দকার মোশাররফ হোসেন বলেন, আমরা পাকিস্তান আমলে আইয়ুব খানকে দেখেছি, বাংলাদেশে এরশাদকে দেখেছি- কিছুদিন পর্যন্ত স্বৈরাচার গায়ের জোরে পুলিশি অ্যাকশন করে টিকে থাকতে পারে, বেশিদিন টিকে থাকতে পারে না। আমরা গতকাল খুলনাতে (বিএনপি দলীয় সাবেক মেয়রদের সমাবেশ) দেখলাম- আমাদের কথা বলার, সমাবেশ করার যে অধিকার, সেই অধিকার দেওয়া হয়নি।

[৫] খন্দকার মোশাররফ বলেন, ক্ষমতাসীনরা প্রতিহিংসাপরায়ন হয়ে জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব কেড়ে নেওয়ার অপচেষ্টা করছে। এ খেতাব কারও দয়ায় জিয়াউর রহমানসহ মুক্তিযোদ্ধারা পান নাই। সম্মুখযুদ্ধ করে তারা এই খেতার অর্জন করেছিলেন এবং এদেশের মানুষ তাদেরকে এই খেতাব দিয়েছে।

[৬] এই খেতাব কেড়ে নেওয়ার অধিকার কারও নেই। জামুকা কেন, বর্তমান সরকারও যদি চায় এই খেতাব কেড়ে নেওয়ার কারও কোনো অধিকার নেই। জাতীয় প্রেস ক্লাবে জিয়া পরিষদের উদ্যোগে জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের অপচেষ্টার প্রতিবাদে এই আলোচনা সভা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়