শিরোনাম
◈ ইসিতে বৈঠক শেষে ডা: তাহের: আগামীর নির্বাচন যদি ‘সাজানো’ হয়, বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে ◈ ইসি’তে আপিল আবেদনের ভিড় বাড়ছে: তৃতীয়দিন ১৩১টি জমা ◈ উচ্চপর্যায়ের পর্যবেক্ষক দল পাঠাবে ইইউ, প্রধান উপদেষ্টাকে পাওলা পাম্পালোনি ◈ জকসু নির্বাচন: ২৬ কেন্দ্রের ফলাফলে ভিপি পদে ৩৫১ ভোটে এগিয়ে শিবিরের রিয়াজুল ◈ ইসিতে যেসব অভিযোগ জানাল জামায়াত ◈ সংগীত বিভাগে শিবির সমর্থিত জিএস-এজিএস প্রার্থীর ঝুলিতে শূন্য ভোট ◈ নিজ দেশের নাগরিক হত্যা, তাদের গণকবর—সভ্য রাষ্ট্রে কল্পনাও করা যায় না: প্রধান উপদেষ্টা ◈ গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের আগ্রহ কেন? দ্বীপটি কতটা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ◈ ব্যাংক ঋণে বাড়ি কেনা সহজ হলো, নতুন সার্কুলার জারি ◈ তারেক রহমান নয়াদিল্লির জন্য “সবচেয়ে নিরাপদ বাজি”

প্রকাশিত : ০১ মার্চ, ২০২১, ০১:৫৭ রাত
আপডেট : ০১ মার্চ, ২০২১, ০১:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সরকার মুশতাকের মৃত্যুর দায় এড়াতে পারে না: মোশাররফ

শিমুল মাহমুদ: [২] বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেছেন, অত্যন্ত দুঃখজনক যে লেখক মুশতাক কারাগারে মৃত্যুবরণ করেছে। এখানে কারাগার কর্তৃপক্ষ, সরকার এই মৃত্যুর দায় এড়াতে পারে না।

[৩] স্বাধীন দেশে স্বাধীনতার ৫০ বছর যখন আমরা পালন করতে যাব, তখন একটি অন্যায়ের প্রতিবাদ যদি করতে দেয়া না হয়। এটা অত্যন্ত দুঃখজনক। আজ যারা আহত হয়েছে তাদের প্রতি সমবেদনা জানান। আর যারা গ্রেফতার হয়েছে তাদের মুক্তি কামনা করি। অবিলম্বে তাদের মুক্তি দেয়া হোক। আর যে নির্মম অত্যাচার, পাশবিক নির্যাতন করা হয়েছে তার তীব্র নিন্দা জানাই।

[৪] খন্দকার মোশাররফ হোসেন বলেন, আমরা পাকিস্তান আমলে আইয়ুব খানকে দেখেছি, বাংলাদেশে এরশাদকে দেখেছি- কিছুদিন পর্যন্ত স্বৈরাচার গায়ের জোরে পুলিশি অ্যাকশন করে টিকে থাকতে পারে, বেশিদিন টিকে থাকতে পারে না। আমরা গতকাল খুলনাতে (বিএনপি দলীয় সাবেক মেয়রদের সমাবেশ) দেখলাম- আমাদের কথা বলার, সমাবেশ করার যে অধিকার, সেই অধিকার দেওয়া হয়নি।

[৫] খন্দকার মোশাররফ বলেন, ক্ষমতাসীনরা প্রতিহিংসাপরায়ন হয়ে জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব কেড়ে নেওয়ার অপচেষ্টা করছে। এ খেতাব কারও দয়ায় জিয়াউর রহমানসহ মুক্তিযোদ্ধারা পান নাই। সম্মুখযুদ্ধ করে তারা এই খেতার অর্জন করেছিলেন এবং এদেশের মানুষ তাদেরকে এই খেতাব দিয়েছে।

[৬] এই খেতাব কেড়ে নেওয়ার অধিকার কারও নেই। জামুকা কেন, বর্তমান সরকারও যদি চায় এই খেতাব কেড়ে নেওয়ার কারও কোনো অধিকার নেই। জাতীয় প্রেস ক্লাবে জিয়া পরিষদের উদ্যোগে জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের অপচেষ্টার প্রতিবাদে এই আলোচনা সভা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়