রাশিদ রিয়াজ : আফ্রিকার দেশগুলোতে ইরানের পণ্য রফতানি বৃদ্ধির জন্যে দেশটির ট্রেড প্রোমোশন অর্গানাইজেশন বিশেষ বরাদ্দ হিসেবে এ অর্থ ছাড় দিয়েছে। এছাড়া তেল বহির্ভুত পণ্যের রফতানি বৃদ্ধিতে দেশটির ন্যাশনাল ডেভলপমেন্ট ফান্ড বা এনডিএফ ২ বিলিয়ন ডলারের সহায়তা প্যাকেজ ছাড় দিয়েছে সেখানেও আফ্রিকার দেশগুলোতে পণ্য রফতানি বৃদ্ধিতে বিশেষ নজর দেওয়া হচ্ছে।
একই সঙ্গে এনডিএফ কর্মকর্তারা আফ্রিকার সঙ্গে রফতানি বাড়াতে পরিকল্পনার অভাব দূর করে সঠিক পরিকল্পনা গ্রহণ ও দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যি সম্পর্ক বৃদ্ধির ওপর গুরুত্ব দিচ্ছেন। এসব পরিকল্পনা বাস্তবায়নে টিপিও ও এনডিএফ সমন্বয়ের সঙ্গে কাজ করবে। এছাড়া আফ্রিকার দেশগুলোতে ১০টি ইরানি পণ্যের ১০টি মেলা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে ১০টি ইরানি বাণিজ্য প্রতিনিধি দল পাঠানো হবে দেশগুলোতে এবং ওসব দেশ থেকে ইরানে ৩০টি বাণিজ্য প্রতিনিধি দল আসবে। এছাড়া ১৮টি বাণিজ্য উন্নয়ন ডেস্ক আফ্রিকার দেশগুলোতে রফতানি বৃদ্ধিতে বিশেষ নজরদারি করবে।