শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২১, ১১:২৪ দুপুর
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২১, ১১:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ এখন ডিজিটাল রাষ্ট্র হিসেবে পরিচিতি পেয়েছে: খাদ্যমন্ত্রী

সমীরণ রায়: [২] সাধন চন্দ্র মজুমদার আরও বলেন, আওয়ামী লীগ উন্নয়নের দল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৮ সালের নির্বাচনে ডিজিটাল বাংলাদেশের কথা বলেছিলেন। তখন বিএনপি ব্যঙ্গ করে বলেছিল ডিজিটাল বাংলাদেশ আবার কি? ডিজিটাল বাংলাদেশ কি তা এবার করোনার মধ্যে দেখিয়ে দিয়েছেন শেখ হাসিনা।

[৩] তিনি বলেন, কেউ চিন্তা করতে পারেনি যে বাংলাদেশের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছাবে। কিন্তু শেখ হাসিনা তা করে দেখিয়েছেন। পদ্মাসেতু, মেট্রোরেল, কমিউনিটি ক্লিনিক হয়েছে, জেলায় জেলায় মেডিক্যাল কলেজ, যেখানে সেখানে বিশ্ববিদ্যালয় ও ইকোনমিক জোন হচ্ছে। জমিতে সেচের ভালো ব্যবস্থা হয়েছে। সারের জন্য কাউকে গুলি খেয়ে মরতে হয় না সেই সারের ব্যবস্থা হয়েছে। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, ভিজিডি কার্ডের ব্যবস্থা হয়েছে, কৃষকেরা নিজেদের ধানের নায্য মূল্য পাচ্ছেন এসব কিছুই প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারণে।

[৪] শুক্রবার জেলার সাপাহার উপজেলা ডাকবাংলো মাঠে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে যৌথ বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।

[৫] উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম শাহ চৌধুরীর সভাপতিত্বে সভায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রহমান, কোষাধ্যক্ষ আব্দুল খালেক, প্রচার সম্পাদক রঞ্জিত সরকার, উপজেলা সাধারণ সম্পাদক শাহজাহান হোসেনসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়