শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২১, ১২:৪৬ দুপুর
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২১, ১২:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]বিশ্বজুড়ে বোয়িংয়ের ৭৭৭ মডেল গ্রাউন্ডেড করার হিড়িক, বাংলাদেশ নিরাপদ অবস্থানে

সুমাইয়া ঐশী: [২] গত শনিবার যুক্তরাষ্ট্রের ডেনভারে মাঝ আকাশে বোয়িং-৭৭৭ মডেলের উড়োজাহাজের একটি ইঞ্জিনে হঠাৎ আগুন ধরে যায়। এনিয়ে তদন্ত শুরু হয়েছে। তদন্ত চলাকালে এই মডেলের প্র্যাট অ্যান্ড হুইটনি ৪০০০ ইঞ্জিন চালিত ৬৯ টি এবং রিজার্ভে থাকা ৫৯ টি উড়োজাহাজ গ্রাউন্ডেড করার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় পরিবহন ও সুরক্ষা বোর্ড। সিএনএন।

[৩] বাংলাদেশের কাছে বোয়িং-৭৭৭ মডেলের ৪ টি উড়োজাহাজ আছে। তবে এসবের উড্ডয়ন বন্ধ করার দরকার হবে না বলে মনে করছেন এভিয়েশন বিশেষজ্ঞরা । শুধুমাত্র বোয়িং-৭৭৭ মডেলের যেসব বিমান প্র্যাট অ্যান্ড হুইটনি ৪০০০ ইঞ্জিন দ্বারা চালিত সেসব বিমানের উড্ডয়ন বন্ধ করার পরামর্শ দেওয়া হয়েছে। তবে বাংলাদেশের উড়োজাহাজগুলোতে এই ইঞ্জিন নেই।

[৪] এনিয়ে এভিয়েশন ইঞ্জিনিয়ারিং এবং রক্ষণাবেক্ষণকারী সংস্থা এইচএইসিও এর সিনিয়র ইঞ্জিনিয়ার আমিরুল ইসলাম বলেন, বোয়িং-৭৭৭ -২০০ সিরিজের বিমানগুলো গ্রাউন্ডেড করার পরামর্শ দেওয়া হয়েছে। তবে বাংলাদেশের কাছে এই মডেলের যে বিমানগুলো আছে তা ৩০০ সিরিজের। তাই বোয়িং-৭৭৭ মডেলের বিমানগুলোকে নিয়ে বাংলাদেশের সমস্যা হবার কারণ নেই।

[৫] এই মডেলের বিমান বর্তমানে ব্যবহার করছে যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়া। ইতোমধ্যে বোয়িং-৭৭৭ মডেলের ২৪ টি বিমান গ্রাউন্ডেড করেছে যুক্তরাষ্ট্র। জাপান এয়ারলাইন্স প্র্যাট অ্যান্ড হুইটনি ইঞ্জিনের যথাক্রমে ১৩টি ও ১৯টি বিমান গ্রাউন্ডেড করেছে। তবে দক্ষিণ কোরিয়া জানিয়েছে, এখনও এই ধরনের পরিকল্পনা নেই তাদের। পরিস্থিতি পর্যবেক্ষণ করবে দেশটি। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়