শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২১, ১২:৪৬ দুপুর
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২১, ১২:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]বিশ্বজুড়ে বোয়িংয়ের ৭৭৭ মডেল গ্রাউন্ডেড করার হিড়িক, বাংলাদেশ নিরাপদ অবস্থানে

সুমাইয়া ঐশী: [২] গত শনিবার যুক্তরাষ্ট্রের ডেনভারে মাঝ আকাশে বোয়িং-৭৭৭ মডেলের উড়োজাহাজের একটি ইঞ্জিনে হঠাৎ আগুন ধরে যায়। এনিয়ে তদন্ত শুরু হয়েছে। তদন্ত চলাকালে এই মডেলের প্র্যাট অ্যান্ড হুইটনি ৪০০০ ইঞ্জিন চালিত ৬৯ টি এবং রিজার্ভে থাকা ৫৯ টি উড়োজাহাজ গ্রাউন্ডেড করার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় পরিবহন ও সুরক্ষা বোর্ড। সিএনএন।

[৩] বাংলাদেশের কাছে বোয়িং-৭৭৭ মডেলের ৪ টি উড়োজাহাজ আছে। তবে এসবের উড্ডয়ন বন্ধ করার দরকার হবে না বলে মনে করছেন এভিয়েশন বিশেষজ্ঞরা । শুধুমাত্র বোয়িং-৭৭৭ মডেলের যেসব বিমান প্র্যাট অ্যান্ড হুইটনি ৪০০০ ইঞ্জিন দ্বারা চালিত সেসব বিমানের উড্ডয়ন বন্ধ করার পরামর্শ দেওয়া হয়েছে। তবে বাংলাদেশের উড়োজাহাজগুলোতে এই ইঞ্জিন নেই।

[৪] এনিয়ে এভিয়েশন ইঞ্জিনিয়ারিং এবং রক্ষণাবেক্ষণকারী সংস্থা এইচএইসিও এর সিনিয়র ইঞ্জিনিয়ার আমিরুল ইসলাম বলেন, বোয়িং-৭৭৭ -২০০ সিরিজের বিমানগুলো গ্রাউন্ডেড করার পরামর্শ দেওয়া হয়েছে। তবে বাংলাদেশের কাছে এই মডেলের যে বিমানগুলো আছে তা ৩০০ সিরিজের। তাই বোয়িং-৭৭৭ মডেলের বিমানগুলোকে নিয়ে বাংলাদেশের সমস্যা হবার কারণ নেই।

[৫] এই মডেলের বিমান বর্তমানে ব্যবহার করছে যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়া। ইতোমধ্যে বোয়িং-৭৭৭ মডেলের ২৪ টি বিমান গ্রাউন্ডেড করেছে যুক্তরাষ্ট্র। জাপান এয়ারলাইন্স প্র্যাট অ্যান্ড হুইটনি ইঞ্জিনের যথাক্রমে ১৩টি ও ১৯টি বিমান গ্রাউন্ডেড করেছে। তবে দক্ষিণ কোরিয়া জানিয়েছে, এখনও এই ধরনের পরিকল্পনা নেই তাদের। পরিস্থিতি পর্যবেক্ষণ করবে দেশটি। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়