তপু সরকার হারুন: ২২ ফেব্রেুয়ারী সোমবার পুলিশের আর আই, মো: আক্তারুজ্জামানকে অবসরজনিত "বিদায়ী সংবর্ধনা" দেয়া হয় । শেরপুর পুলিশ লাইন্স, হলরুমে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুর জেলা পুলিশ সুপার জনাব মো: হাসান নাহিদ চৌধুরী ।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) জনাব মাহমুদুল হাসান ফেরদৌস, সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) মো: জাহাঙ্গীর আলম সহ বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, ডিআইও-১, ওসি ডিবি সহ জেলার সর্বস্তরের অফিসার ও ফোর্সবৃন্দ।
আর আই, মো: আক্তারুজ্জামান, এর "বিদায়ী সংবর্ধনায় বক্তরা বলেন । তিনি দীর্ঘ ৪০ বছর বাংলাদেশ পুলিশ বাহিনীতে অতন্ত্য সুনামের সহিত চাকরি করে আমাদের মাঝখান থেকে বিদায় নিলেন। সেই ১৯৮০ সালে যৌবন বয়সে ২০ বছরের যুবক চাকরিতে এসে আজ বিদায় বেলা সবার ভালোবাসা ও শ্রদ্ধায় অশ্রুসিক্ত নয়নে বিদায় নেন পুলিশ বাহিনী থেকে।
আমরা জেলা পুলিশ তার সুস্থ্য ও সুন্দর দীর্ঘায়ু কামনা করি। জীবনের বাকি টা সময় যেনো সুস্থ -সুন্দর ভাবে পরিবার পরিজন নিয়ে কাটাতে পারেন এই প্রত্যাশা রইলো।