শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:৫৮ সকাল
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যশোর মুসলিম এইড ইন্সটিটিউট অব টেকনোলজির গাড়ি ভাংচুর ও ছাত্রীর স্বর্নালংকার ছিনিয়ে নেয়ার ঘটনায় থানায় অভিযোগ

জাহিদুল কবির: যশোর মুসলিম এইড ইন্সটিটিউট অব টেকনোলজির ড্রাইভিং প্রশিক্ষন দেয়ার প্রাইভেটকার ভাংচুর, প্রশিক্ষক ও ছাত্রীর কাছ থেকে টাকা, মোবাইল, স্বর্ণাংঙ্কার কেড়ে নেয়ার বিষয়ে কোতয়ালী থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। সোমবার (২২ ফেব্রুয়ারি) অভিযোগ করেন প্রতিষ্ঠানের ইনচার্জ মোঃ ইয়াহিয়া খালেদ।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, সোমবার সকাল ১১ টায় মুসলিম এইডের যশোর-খ-১১-০০৩৮ নম্বরের নিজস্ব প্রাইভেটকার নিয়ে প্রশিক্ষণ দেয়া হচ্ছিল। প্রশিক্ষণ চলাকালে প্রাইভেট কারটি সদরের কাশিমুপরের আয়নালের মোড়ে পৌঁছে গরু দেখে হর্ণ দিলে  গরু রাস্তার উপর থেকে সরে গিয়ে একটু ছুটাছুটি করে। এতে ক্ষিপ্ত হয়ে ওই গ্রামের  মঈন উদ্দিনের ছেল মিকাইল (৩৬) ও ইস্রাফিল (৪০) ক্ষিপ্ত হয়ে প্রাইভেট কারের গ্লাস ও সামনের দুটি হেড লাইট ভাংচুর করে ৫০ হাজার টাকা ক্ষতি করেছে। সেই সাথে তারা প্রশিক্ষক নজরুল ইসলামরে কাছ থেকে নগদ ৫০ হাজার টাকা,১৭ হাজার টাকা দামের একটি এন্ডয়িক ফোন  ও ছাত্রী গলা থেকে ১ লাখ ৬০ টাকা মূল্যের ২ ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে গেছে।

এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান বলেছেন এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে আইন গত ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়