শিরোনাম
◈ ‘জুবাইদা রহমানের রাজনৈতিক সিদ্ধান্ত তার নিজস্ব’ ◈ খালেদা জিয়ার লন্ডনযাত্রা পেছাতে পারে আরও ◈ ফোন নজরদারিতে নতুন পদক্ষেপ: স্যাটেলাইট ট্র্যাকিং চালু করতে চায় ভারত ◈ মজুদ প্রচুর, তবুও দুই দিনে পেঁয়াজের দাম হঠাৎ বাড়ল ৪০ টাকা ◈ লবণ উৎপাদনে ধস: আমদানি অনুমতিতে দামপতন, বিপাকে চাষী–মিল মালিক ◈ খালেদা জিয়াকে লন্ডন নেয়ার বিষয়ে সিদ্ধান্ত আজ রাতে ◈ মান‌বিক সাহায্যের হাজার হাজার ত্রাণবাহী ট্রাক গাজার বারমুডা ট্রায়াঙ্গলে উধাও ◈ ‌বিশ্বকাপ ফুটবল, শক্তিশালী নরওয়েকে নিয়ে কঠিন গ্রুপে ফ্রান্স ◈ ফুটবল নি‌য়ে বিপা‌কে তুরস্ক,  জুয়া-ম্যাচ ফিক্সিংয়ে গ্রেপ্তার ২৭ খে‌লোয়াড়  ◈ যুক্তরাষ্ট্রে বিমানবন্দরে যাত্রীদের পোশাক নিয়ে নতুন বিতর্ক, প্রতিবা‌দে যাত্রী‌রা পায়জামা প‌রে হা‌জির

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:৫৮ সকাল
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যশোর মুসলিম এইড ইন্সটিটিউট অব টেকনোলজির গাড়ি ভাংচুর ও ছাত্রীর স্বর্নালংকার ছিনিয়ে নেয়ার ঘটনায় থানায় অভিযোগ

জাহিদুল কবির: যশোর মুসলিম এইড ইন্সটিটিউট অব টেকনোলজির ড্রাইভিং প্রশিক্ষন দেয়ার প্রাইভেটকার ভাংচুর, প্রশিক্ষক ও ছাত্রীর কাছ থেকে টাকা, মোবাইল, স্বর্ণাংঙ্কার কেড়ে নেয়ার বিষয়ে কোতয়ালী থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। সোমবার (২২ ফেব্রুয়ারি) অভিযোগ করেন প্রতিষ্ঠানের ইনচার্জ মোঃ ইয়াহিয়া খালেদ।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, সোমবার সকাল ১১ টায় মুসলিম এইডের যশোর-খ-১১-০০৩৮ নম্বরের নিজস্ব প্রাইভেটকার নিয়ে প্রশিক্ষণ দেয়া হচ্ছিল। প্রশিক্ষণ চলাকালে প্রাইভেট কারটি সদরের কাশিমুপরের আয়নালের মোড়ে পৌঁছে গরু দেখে হর্ণ দিলে  গরু রাস্তার উপর থেকে সরে গিয়ে একটু ছুটাছুটি করে। এতে ক্ষিপ্ত হয়ে ওই গ্রামের  মঈন উদ্দিনের ছেল মিকাইল (৩৬) ও ইস্রাফিল (৪০) ক্ষিপ্ত হয়ে প্রাইভেট কারের গ্লাস ও সামনের দুটি হেড লাইট ভাংচুর করে ৫০ হাজার টাকা ক্ষতি করেছে। সেই সাথে তারা প্রশিক্ষক নজরুল ইসলামরে কাছ থেকে নগদ ৫০ হাজার টাকা,১৭ হাজার টাকা দামের একটি এন্ডয়িক ফোন  ও ছাত্রী গলা থেকে ১ লাখ ৬০ টাকা মূল্যের ২ ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে গেছে।

এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান বলেছেন এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে আইন গত ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়