শিরোনাম
◈ জামায়াতকে ‘বন্ধু’ হিসেবে চায় যুক্তরাষ্ট্র, ক্ষমতায় গেলে নজরদারির হুঁশিয়ারি মার্কিন কূটনীতিকের ◈ রাঙামাটির সঙ্গে সারা দেশের বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ◈ ট্রাম্পের নেতৃত্বে শান্তি পর্ষদ, স্বাক্ষর করলেন ২০ দেশের নেতা ◈ এক বৈঠকেই ১১ অধ্যাদেশ অনুমোদন: আইন, শিক্ষা ও অর্থনীতিতে বড় সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের ◈ তাদের প্রটোকল দরকার হলে তিন ডাবল করে দেন: তারেক রহমান (ভিডিও) ◈ নির্বাচন সামনে রেখে মোতায়েন সেনাসদস্যদের কার্যক্রম পরিদর্শনে সেনাপ্রধান ◈ সরকারের একটি মহল কিছু কিছু প্রার্থীকে জয়ী করার চেষ্টা করছে: মির্জা আব্বাস ◈ ডোনাল্ড ট্রা‌ম্পের গ্রিনল্যান্ড দখ‌লের প‌রিকল্পনার প্রতিবা‌দে বিশ্বকাপ ফুটবল বয়কটের ডাক জার্মানির! ◈ বিশ্বকাপ জয়ের দাবিদার দল নয় বাংলা‌দেশ, না খেললে ক্রিকেটের ক্ষতি হবে না : অতুল ওয়াসান ◈ বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিলো বাংলাদেশ (ভিডিও)

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:৫৮ সকাল
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যশোর মুসলিম এইড ইন্সটিটিউট অব টেকনোলজির গাড়ি ভাংচুর ও ছাত্রীর স্বর্নালংকার ছিনিয়ে নেয়ার ঘটনায় থানায় অভিযোগ

জাহিদুল কবির: যশোর মুসলিম এইড ইন্সটিটিউট অব টেকনোলজির ড্রাইভিং প্রশিক্ষন দেয়ার প্রাইভেটকার ভাংচুর, প্রশিক্ষক ও ছাত্রীর কাছ থেকে টাকা, মোবাইল, স্বর্ণাংঙ্কার কেড়ে নেয়ার বিষয়ে কোতয়ালী থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। সোমবার (২২ ফেব্রুয়ারি) অভিযোগ করেন প্রতিষ্ঠানের ইনচার্জ মোঃ ইয়াহিয়া খালেদ।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, সোমবার সকাল ১১ টায় মুসলিম এইডের যশোর-খ-১১-০০৩৮ নম্বরের নিজস্ব প্রাইভেটকার নিয়ে প্রশিক্ষণ দেয়া হচ্ছিল। প্রশিক্ষণ চলাকালে প্রাইভেট কারটি সদরের কাশিমুপরের আয়নালের মোড়ে পৌঁছে গরু দেখে হর্ণ দিলে  গরু রাস্তার উপর থেকে সরে গিয়ে একটু ছুটাছুটি করে। এতে ক্ষিপ্ত হয়ে ওই গ্রামের  মঈন উদ্দিনের ছেল মিকাইল (৩৬) ও ইস্রাফিল (৪০) ক্ষিপ্ত হয়ে প্রাইভেট কারের গ্লাস ও সামনের দুটি হেড লাইট ভাংচুর করে ৫০ হাজার টাকা ক্ষতি করেছে। সেই সাথে তারা প্রশিক্ষক নজরুল ইসলামরে কাছ থেকে নগদ ৫০ হাজার টাকা,১৭ হাজার টাকা দামের একটি এন্ডয়িক ফোন  ও ছাত্রী গলা থেকে ১ লাখ ৬০ টাকা মূল্যের ২ ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে গেছে।

এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান বলেছেন এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে আইন গত ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়