স্পোর্টস ডেস্ক: [২] করোনা ভাইরাসের আক্রান্ত হয়েছেন শ্রীলঙ্কান পেসার লাহিরু কুমারা। তবে দুঃখজনকভাবে লঙ্কানদের ওয়েস্ট ইন্ডিজ সফরের আগেই তিনি কোভিড-১৯ পজিটিভ হলেন।
[৩] সোমবার ২২ ফেব্রুয়ারি এক বিবৃতির মাধ্যমে এমনটি নিশ্চিত করে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড।
[৪] বিবৃতিতে বলা হয়, রোববার করা পিসিআর টেস্টে তার আক্রান্তের খবর পাওয়া যায়। এর ফলে লাহিরু কুমারাকে এখন সরকারের কোভিড-১৯ স্বাস্থ্য প্রটোকলে থাকতে হবে।
[৫] ক্যারিবীয় সফরে লঙ্কানরা সাদা বলের ক্রিকেট দিয়ে শুরু করবে। যেখানে আগামী ৩ থেকে ১৪ মার্চ পর্যন্ত তিন ম্যাচের টি-টোয়েন্টি ও সমান ওয়ানডে সিরিজ মাঠে গড়াবে। দ্রুতই হয়তো দলটি সেখানে উড়াল দেবে। তবে রঙ্গিন পোশাকে খেলতে না পারলেও সঠিক সময়ে সুস্থ হওয়া সাপেক্ষে তিনি টেস্ট দলে যোগ দিতে পারেন। - ক্রিকইনফো