শরীফ শাওন: [২] একুশ হোক দুর্নীতি প্রতিরোধে অনন্য প্রেরণার উৎস বললেন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। তিনি বলেন, দুর্নীতি একুশের চেতনার পরিপন্থী। একুশের চেতনা ধারণ করেই দুর্নীতিকে রুখতে হবে, সকল প্রকার বৈষম্য থেকে মুক্তি লাভের সংগ্রাম চালিয়ে যেতে হবে।
[৩] ড. ইফতেখারুজ্জামান বলেন, একুশের চেতনার চূড়ান্ত বিহ:প্রকাশ মুক্তিযদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন, দুর্নীতির জগদ্দল পাথর সেই অর্জনকে ভূলুণ্ঠিত করছে। মহান একুশের প্রধান চেতনা, বৈষম্যহীন, শোষণহীন, ভয়মুক্ত সমাজ বিনির্মাণে শপথ, সর্বগ্রাসী দুর্নীতির ব্যাপক বিস্তার আমাদের সেই শপথ বিনষ্ট করছে।
[৪] শনিবার বিবৃতিতে বলেন, সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে ‘দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতা’র প্রত্যয় ঘোষিত হয়েছে। তবে, ছোটখাট দুর্নীতি ও কিছু চুনোপুঁটি টানাহেঁচড়ার বাইরে বড় দুর্নীতি ও রাঘব বোয়ালদের বিরুদ্ধে কঠোরব্যবস্থা না নেয়ায় সেই প্রত্যয়ও কাগুজে ঘোষণাই রয়ে গেছে। দুর্নীতির ধারণা সূচকে এক দশক বাংলাদেশের প্রায় একই অবস্থানে। দক্ষিণ এশিয়ার মধ্যে আমাদের দ্বিতীয় সর্বনিম্ন অবস্থান সেটিই যেন প্রমাণ করে।
[৫] আরও বলেন, দুর্নীতির বিরুদ্ধে রাজনৈতিক ও রাষ্ট্রীয় প্রতিশ্রুতিসমূহকে প্রতিনিয়ত প্রশ্নের মুখে ফেলছে এবং দুর্নীতিসহায়ক পরিবেশ তৈরিতে ভূমিকা রাখছে।
[৬] তিনি বলেন, আমাদের গৌরবোজ্জ্বল ভাষা আন্দোলনের একুশ যেমন আবেগের, তেমনি সংগ্রাম ও দ্রোহের। একুশের পথ বেয়েই বাঙালি বারবার অন্যায়, অবিচার আর শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, ছিনিয়ে এনেছে স্বাধীনতার সূর্যকে। হার না মানা দৃঢ়তায় অশুভকে রুখে দেওয়ার প্রেরণা আমরা একুশ থেকেই পাই।