শিরোনাম
◈ চলতি বাজেটে রাজস্ব খাতে বরাদ্দ বাড়ছে, আগামী বাজেটের রূপরেখা দেবে অন্তর্বর্তী সরকার ◈ খুনিকে দ্রুত জীবিত গ্রেপ্তার চাই, বন্দুকযুদ্ধের নাটক দেখতে চাই না: ইনকিলাব মঞ্চ ◈ আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের দাপট, গোল্ডসহ ১১ পদক অর্জন ◈ স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যাখ্যা দেননি. ইনকিলাব মঞ্চ কর্মসূচি দেবে সোমবার ◈ হাদি হত্যা মামলায় নতুন মোড়, সেই ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে শত কোটি টাকার লেনদেন ◈ বাংলাদেশের দুর্বল ব্যাংক কিনতে চীনকে প্রস্তাব, সহজ হবে লেনদেন, কমবে ডলারের চাপ (ভিডিও) ◈ চূড়ান্ত হলো বিএনপির ৩০০ আসনের মনোনয়ন, শিগগিরই ঘোষণা ◈ ধ্বংস্তূপ থেকে আবার দেশকে টেনে তুলবে বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযান চলবে: ইসি ◈ ভারত সফ‌রে মে‌সি ৮৯ কো‌টি টাকা পে‌লেও উদ্যোক্তা শতদ্রু দ‌ত্তের ২২ কোটি টাকা ফ্রিজ করলো তদন্তকারী অ‌ফিসাররা

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:৩১ সকাল
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কলা খাওয়ানোর লোভ দেখিয়ে বুদ্ধি প্রতিবন্ধি শিশুকে ধর্ষণ!

স্বপন দেব: মৌলভীবাজারের কুলাউড়ার জয়চন্ডী ইউনিয়নে কলা খাওয়ানোর লোভ দেখিয়ে ১৩ বছর বয়সের এক বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) রাতে কুলাউড়া থানায় শিশুটির মা বাদী হয়ে প্রতিবেশী যুবককে আসামি করে মামলা করেছেন।

মামলার সূত্রে জানা গেছে, উপজেলার জয়চন্ডী ইউনিয়নের শিশুটির মা (৩৫) এলাকার বিভিন্ন বাড়িতে গৃহপরিচারিকার কাজ করেন। বাবা নেই। ১১ ফেব্রুয়ারি সকালে প্রতিদিনের মতো শিশুটিকে ঘরে একা রেখে মা কাজে চলে যান। ওইদিন একপর্যায়ে কলা খাওয়ানোর লোভ দেখিয়ে পাশের দেয়ালঘেরা একটি নির্জন স্থানে নিয়ে হৃদয় মিয়া (১৯) নামক প্রতিবেশি শিশুটিকে ধর্ষণ করে। ধর্ষণের শিকার শিশুটি পরে বাড়িতে ফিরে যায়। তবে মাকে এ ব্যাপারে কিছু বলেনি।

ওই দিন রাতে ব্যথায় শিশুটি কাতরাতে থাকে, জ্বরও আসে। এ অবস্থায় পরদিন ১২ ফেব্রুয়ারি তাকে স্থানীয় এক পল্লীচিকিৎসকের কাছে নিয়ে যান তার মা। চিকিৎসক ব্যথানাশক কিছু ওষুধ দেন। এরপরও ব্যথা কমছিল না।

এ দিকে গত বুধবার (১৭ ফেব্রুয়ারি) শিশুটি কেঁদে কেঁদে মাকে ঘটনাটি জানায়। এ কথা শুনে তার মা এলাকার গণ্যমান্য ব্যক্তিদের কাছে এ ব্যাপারে বিচার প্রার্থী হন। খবর পেয়ে পুলিশ গত বুধবার রাতে এলাকায় অভিযান চালায়। তবে হৃদয়কে পাওয়া যায়নি। বৃহস্পতিবার রাত ১০টায় হৃদয়কে আসামি করে মামলা করেন শিশুটির মা।

কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম জানান, আসামি পলাতক। গ্রেফতারের চেষ্টা চলছে। নির্যাতনের শিকার শিশুটির স্বাস্থ্য পরীক্ষার জন্য মৌলভীবাজার জেলা সদরের হাসপাতালে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়