শিরোনাম
◈ নতুন বিপদের সতর্কতা: প্লেট লকড, জমছে শক্তি—বাংলাদেশে বড় ভূমিকম্প সময়ের ব্যাপার মাত্র ◈ ভূমিকম্পের পর সাগরের বুক চিড়ে যেভাবে জেগে উঠেছিল সেন্টমার্টিন দ্বীপ (ভিডিও) ◈ যেসব এলাকায় শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ◈ হাসিনার আপিল করার সুযোগ আছে: অ্যাটর্নি জেনারেল ◈ হবু স্বামীর মৃত্যুর দেড় বছর পর সন্তানের জন্ম, মাত্র ৯টি শুক্রাণু নিয়ে ইসরাইলি চিকিৎসকের অবিশ্বাস্য সফলতা! ◈ আ. লীগের নেতাকর্মী ও সমর্থকরা কাকে ভোট দিবেন, নানা অলোচনা ◈ উগান্ডাকে হারিয়ে নারী কাবা‌ডি বিশ্বকা‌পের সেমিফাইনালে ভারত ◈ পরিচয় জানা গেল পুরান ঢাকায় ভূমিকম্পে নিহত ৩ জনের  ◈ মৃত্যুদণ্ড, নিষেধাজ্ঞা ও পলাতক নেতৃত্ব, নেই অনুশোচনাও—কোন পথে ফিরবে আওয়ামী লীগ? ◈ ঢাকার পুরোনো ভবনগুলোর ৯০ ভাগই বিল্ডিং কোড মানে নাই: রিজওয়ানা হাসান

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:৩১ সকাল
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কলা খাওয়ানোর লোভ দেখিয়ে বুদ্ধি প্রতিবন্ধি শিশুকে ধর্ষণ!

স্বপন দেব: মৌলভীবাজারের কুলাউড়ার জয়চন্ডী ইউনিয়নে কলা খাওয়ানোর লোভ দেখিয়ে ১৩ বছর বয়সের এক বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) রাতে কুলাউড়া থানায় শিশুটির মা বাদী হয়ে প্রতিবেশী যুবককে আসামি করে মামলা করেছেন।

মামলার সূত্রে জানা গেছে, উপজেলার জয়চন্ডী ইউনিয়নের শিশুটির মা (৩৫) এলাকার বিভিন্ন বাড়িতে গৃহপরিচারিকার কাজ করেন। বাবা নেই। ১১ ফেব্রুয়ারি সকালে প্রতিদিনের মতো শিশুটিকে ঘরে একা রেখে মা কাজে চলে যান। ওইদিন একপর্যায়ে কলা খাওয়ানোর লোভ দেখিয়ে পাশের দেয়ালঘেরা একটি নির্জন স্থানে নিয়ে হৃদয় মিয়া (১৯) নামক প্রতিবেশি শিশুটিকে ধর্ষণ করে। ধর্ষণের শিকার শিশুটি পরে বাড়িতে ফিরে যায়। তবে মাকে এ ব্যাপারে কিছু বলেনি।

ওই দিন রাতে ব্যথায় শিশুটি কাতরাতে থাকে, জ্বরও আসে। এ অবস্থায় পরদিন ১২ ফেব্রুয়ারি তাকে স্থানীয় এক পল্লীচিকিৎসকের কাছে নিয়ে যান তার মা। চিকিৎসক ব্যথানাশক কিছু ওষুধ দেন। এরপরও ব্যথা কমছিল না।

এ দিকে গত বুধবার (১৭ ফেব্রুয়ারি) শিশুটি কেঁদে কেঁদে মাকে ঘটনাটি জানায়। এ কথা শুনে তার মা এলাকার গণ্যমান্য ব্যক্তিদের কাছে এ ব্যাপারে বিচার প্রার্থী হন। খবর পেয়ে পুলিশ গত বুধবার রাতে এলাকায় অভিযান চালায়। তবে হৃদয়কে পাওয়া যায়নি। বৃহস্পতিবার রাত ১০টায় হৃদয়কে আসামি করে মামলা করেন শিশুটির মা।

কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম জানান, আসামি পলাতক। গ্রেফতারের চেষ্টা চলছে। নির্যাতনের শিকার শিশুটির স্বাস্থ্য পরীক্ষার জন্য মৌলভীবাজার জেলা সদরের হাসপাতালে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়