শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২১, ০৪:১১ সকাল
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০২১, ০৪:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতে কো-উইন অ্যাপে জিপিএস ব্যবস্থায় কাছাকাছি কেন্দ্রে কোভিড টিকা নিবেন বয়স্করা

রাশিদুল ইসলাম : [২] ভারতে এই অনলাইন প্ল্যাটফর্মের নতুন ভার্সন কো-উইন ২.০এ জিপিএসের সুবিধা থাকায় নিজের পছন্দমতো টিকা কেন্দ্র বেছে নেওয়া সম্ভব হচ্ছে। দেশটিতে ১৬ জানুয়ারি থেকে গণ-টিকাকরণ কর্মসূচিকে প্রথম পর্যায়ে স্বাস্থ্যকর্মী-সহ করোনা-যোদ্ধাদের টিকা দেওয়ার পর দ্বিতীয় ধাপে পুলিশ, প্রশাসন, ফ্রন্টলাইন কর্মীদের টিকা দেওয়া হচ্ছে। এরপরে পঞ্চাশোর্ধ প্রবীণ ও পঞ্চাশ বছরের নীচে কোমর্বিডিটির রোগীদের টিকা দেওয়া হবে। টাইমস অব ইন্ডিয়া

[৩] ভারতের স্বাস্থ্য প্রতিমন্ত্রী অশ্বিনী চৌবে বলেছেন, কো-উইন অ্যাপে সেলফ- রেজিস্টারের সুবিধা রয়েছে। কো-উইন পোর্টালে রেজিস্ট্রেশনের জন্য আধার কার্ড বাধ্যতামূলক ভাবে থাকাটা জরুরি নয়। টিকা নেওয়ার জন্য মোবাইল অ্যাপের পাশাপাশি কো-উইন পোর্টালের মাধ্যমেই নাম নথিভুক্ত করা যাবে।

[৪] ভারতের প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি পি কে মিশ্র বলেছেন, ৫০ বছরের বেশি বয়সীদের টিকাকরণ শুরু হবে আর দুই থেকে তিন সপ্তাহ পরেই।

[৫] যাদের টিকা দেওয়া হবে, কাছে এসএমএস যাবে। মোট ১২টি ভাষায় এসএমএস পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। প্রত্যেককে ভ্যাকসিনের দু’টি ডোজ দেওয়ার পরে একটি কিউ আর কোড নির্ভর সার্টিফিকেট দেওয়া হবে। সেই সার্টিফিকেট মোবাইলে রাখা যাবে। এছাড়া যারা ভ্যাকসিন নেবেন, তাদের সম্পর্কে ডিজি লকার নামে এক ডকুমেন্ট স্টোরেজ অ্যাপে। সেই সঙ্গে থাকবে হেল্পলাইন। তা সপ্তাহের সাতদিন ২৪ ঘণ্টা চালু থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়