কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: [২] গাজীপুরের কালীগঞ্জে আসন্ন পৌরসভা নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্ধি প্রার্থীদের সাথে আইন শৃঙ্খলা ও আচরই বিধি প্রতিপালন বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
[৩] বুধবার (১৭ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার শহীদ ময়েজউদ্দিন অডিটোরিয়ামে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
[৪] উপজেলা নির্বাচন ও রিটার্নিং অফিস কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম।
[৫] উল্লেখ্য. গত ১৯ জানুয়ারী ৬ষ্ঠ ধাপে ৩১টি পৌরসভার নির্বাচন অনুষ্ঠানের তফসীল ঘোষণা করেন বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে কালীগঞ্জ পৌরসভা রয়েছে। কালীগঞ্জ পৌরসভারসহ তফসিলকৃত ৩১ পৌরসভার ভোট গ্রহন ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। ৪ ফেব্রুয়ারী মনোনয়ন যাচাই-বাছাই, ১১ ফেব্রুয়ারী প্রার্থীতা প্রত্যাহার, ১২ ফেব্রুয়ারী প্রতীক বরাদ্দ হয়।
[৬] আগামী ২৮ ফেব্রুয়ারি ভোট গ্রহণ। ভোটার তালিকা অনুযায়ী কালীগঞ্জ পৌরসভার মোট ভোটার সংখ্যা ৩৬ হাজার ৬৪০ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১৮ হাজার ৩২১ জন ও মহিলা ভোটার ১৮ হাজার ৩১৯ জন। আর ওই পরিমান ভোটার ১৭টি ভোট কেন্দ্রের মাধ্যমে ১২০টি কক্ষের মাধ্যমে তাদের ভোটাধীকার প্রয়োগ করবে।