শিরোনাম
◈ ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আপত্তি মোদি সরকারের! ◈ উনি ক্লাসে বাজে ঈঙ্গিতপূর্ণ কথা বলার পাশাপাশি বডি শেমিং করেন ◈ এবার নিউ ইয়র্ক মেয়রপ্রার্থী মামদানিকে গ্রেপ্তারের হুমকি ট্রাম্পের!, তীব্র প্রতিক্রিয়া ◈ বউ পেটানোয় শীর্ষে খুলনা ও বরিশালের মানুষ: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (ভিডিও) ◈ ক‌ষ্টের জ‌য়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনা‌লে রিয়াল মা‌দ্রিদ ◈ দুপু‌রে এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে স্বাগ‌তিক মিয়ানমা‌রের বিরু‌দ্ধে লড়‌বে বাংলাদেশ নারী দল ◈ প্রথম ওয়ান‌ডে ম‌্যা‌চে মুশফিক-রিয়াদের জায়গায় খেলবেন লিটন দাস ও মিরাজ ◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:২৩ সকাল
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কাইল জেমিসন হবে পরবর্তী আন্দ্রে রাসেল: গৌতম গম্ভীর

স্পোর্টস ডেস্ক: [২] ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পরবর্তী আন্দ্রে রাসেল হয়ে ওঠার ক্ষমতা রয়েছে নিউজিল্যান্ডের তরুণ অল-রাউন্ডার কাইল জেমিসনের মধ্যে। আইপিএল নিলামের আগে এমনই সম্ভাবনাময় তারকার হদিস দিলেন গৌতম গম্ভীর। প্রাক্তন নাইট অধিনায়কের ধারণা, এবছর নিলামে ফ্র্যাঞ্চাইজিদের মধ্যে টানাটানি শুরু হতে পারে কিউয়ি তারকাকে নিয়ে।

[৩] গৌতম গম্ভীর বলেন, কাইল জেমিসন এই মুহূর্তে শুধু আন্তর্জাতিক ক্রিকেটের বড় নামই নয়, বরং ভবিষ্যতের সুপারস্টার হয়ে উঠতে চলেছে ও। সম্ভবত এটাই সঠিক নিলাম, যেখানে জেমিসনকে দনে নিয়ে তাঁকে ধরে রাখার চেষ্টা করবে ফ্র্যাঞ্চাইজিরা। ও এমন একজন ক্রিকেটার, যাকে দীর্ঘ সময়ের জন্য ধরে রাখা যাবে। ও সাত ফুট লম্বা। ১৪০ কিলোমিটার গতিতে বল করতে পারে আবার লম্বা শট নিতে পারে। সম্ভবত ও পরবর্তী আন্দ্রে রাসেল তৈরি হচ্ছে।

[৪] প্রাক্তন নাইট অধিনায়কের ধারণা, কিংস ইলেভেন পঞ্জাবের মতো ফ্র্যাঞ্চাইজি জেমিসনকে দলে নেওয়ার জন্য মরিয়া হয়ে ঝাঁপাতে পারে নিলামে। গম্ভীর আগেই জানিয়েছেন যে, কেকেআরের উচিত এবার নিলামে রাসেলের একজন পরিবর্ত খোঁজা। সেক্ষেত্রে কেকেআরও জেমিসনকে দলে নেওয়ার আগ্রহ দেখাতে পারে।

[৫] জেমিসন ছাড়াও এবার আইপিএল নিলামে নজর থাকবে স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, শাকিব আল হাসান, জিমি নিশামদের দিকেও। - জি নিউজ / ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়