স্পোর্টস ডেস্ক: [২] বল হাতে নিলেন ৫ উইকেট, এরপর ব্যাটিংয়ে নেমে পেলেন সেঞ্চুরি। চেন্নাই টেস্টে চলছে রবিচন্দ্রন অশ্বিনের দাপট। বিপরীতে দ্বিতীয় ইনিংসেও ব্যাটিংয়ে ধুঁকছে ইংল্যান্ড। তাই সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন শেষেই জয় দেখছে ভারত।
[৩] টপ অর্ডারের ব্যর্থতার মাঝে দুর্দান্ত এক সেঞ্চুরি পেয়েছেন অশ্বিন। তার ১০৬ রানের ইনিংসে ভর দিয়ে দ্বিতীয় ইনিংসে অলআউট হওয়ার আগে ভারত করে ২৮৬ রান। তাতে ইংল্যান্ডকে দেয় ৪৮২ রানের কঠিন লক্ষ্য। সেই লক্ষ্যে খেলতে নেমে ইংলিশরা ৫৩ রান তুলতে হারিয়েছে ৩ উইকেট। জিততে তাদের এখনও করতে হবে ৪২৯ রান, আর ভারতের দরকার ৭ উইকেট।
[৪] সোমবার তৃতীয় দিন শুরু হয়েছিল ভারতের ব্যাটিং দিয়ে। আগের দিনের ১ উইকেটে ৫৪ রান নিয়ে দিন শুরু করেন রোহিত শর্মা ও চেতেশ্বর পূজারা। শুরুতেই তারা আউট! স্কোরবোর্ডে মাত্র ১ রান যোগ হতে ফিরে যান রোহিত (২৬) ও পূজারা (৭)। খানিক পর ঋষভ পান্তও (৮) ধরেন তাদের পথ। স্বাগতিকদের বিপদ আরও বাড়ে আজিঙ্কা রাহানে (১০) ও অক্ষর প্যাটেলের (৭) বিদায়ে।
[৫] ১০৬ রানে ৬ উইকেট হারানো ভারতকে টেনে তোলেন বিরাট কোহলি ও অশ্বিন। কোহলি হাফসেঞ্চুরি পূরণ করে ৬২ রানে আউট হলেও অশ্বিন তুলে নেন টেস্ট ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি। দারুণ ব্যাটিংয়ে ঘরের মাঠ এমএ চিদাম্বরম স্টেডিয়ামে খেলেছেন ১০৬ রানের ইনিংস। ১৪৮ বলের ইনিংসটি তিনি সাজান ১৪ বাউন্ডারি ও ১ ছক্কায়। তার এই ইনিংসেই ভারত ২৮৬ রান করতে পারে।
[৬] প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ইংল্যান্ডের সবচেয়ে সফল বোলার মঈন আলী। ডানহাতি স্পিনারের ৯৮ রান দিয়ে শিকার ৪ উইকেট। জ্যাক লেচও পেয়েছেন ৪ উইকেট।
[৭] ৪৮২ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই ধাক্কা খায় ইংল্যান্ড। অক্ষরের ঘূর্ণিতে ১৭ রানের হারায় ওপেনার ডম সিবলিকে (৩)। ওই ধাক্কা কাটিয়ে ওঠার ইঙ্গিত মিললেও দিনের একেবারে শেষ মুহূর্তে আরও বড় আঘাত লাগে। অশ্বিনের ভেল্কিতে আরেক ওপেনার রোরি বার্নস ২৫ রানে প্যাভিলিয়নে ফেরার পর নাইটওয়াচম্যান লেচকে (০) তুলে নেন অক্ষর। তাতে ইংলিশরা হারায় ৩ উইকেট। এরপর দিনের বাকিটা পার করেছেন ড্যান লরেন্স (১৯*) ও জো রুট (২*)।
[৮] সংক্ষিপ্ত স্কোর: (তৃতীয় দিন শেষে)
ভারত: ৩২৯ ও দ্বিতীয় ইনিংসে ৮৫.৫ ওভারে ২৮৬ (অশ্বিন ১০৬, কোহলি ৬২, রোহিত ২৬, সিরাজ ১৬*, রাহানে ১০; মঈন ৪/৯৮, লেচ ৪/১০০)।
ইংল্যান্ড: ১৩৪ ও দ্বিতীয় ইনিংসে (টার্গেট: ৪৮২) ১৯ ওভারে ৫৩/৩ (বার্নস ২৫, লরেন্স ১৯*, সিবলি ৩, রুট ২*; অক্ষর ২/১৫, অশ্বিন ১/২৮)। - ক্রিকইনফো