দেবদুলাল মুন্না: [২] আজ তাকে আদালতে হাজির করার কথা থাকলেও সুচির আইনজীবী জানান আদালতে হাজির করা হচ্ছে না । এ নিয়ে রাজধানীতে সাংবাদিকদের সাথে কথা বলছিলেন অং সান সুচির আইনজীবী খিন মুয়াং জাওয়া। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
[৩] তিনি বলেন, সুচির বিরুদ্ধে মামলায় পাওয়ার অফ অ্যাটর্নি জমা দেওয়া এবং ডিস্ট্রিক্ট জজের সঙ্গে আলোচনা করতে এসেছিলাম। তিনি জানান, আইন মেনে তারা অং সান সুচির সাথে সাক্ষাত করার চেষ্টা করছেন। কিন্তু এখনও পারেননি।তবে সুচি শারীরিকভাবে সুস্থ আছেন।
[৪] কিন্তু আজ পর্যন্ত সেই সাক্ষাৎ তারা করতে পারেননি । তিনি জানান, প্রাথমিকভাবে আদালতে উপস্থিত দেখানো হবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে । এ সময় একজন সাংবাদিক মামলার সুষ্ঠু বিচার সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এ মামলার বিচার কতটুকু সুস্থ হবে অথবা হবে না সেটা আপনারাই সিদ্ধান্ত নিতে পারবেন।