শিরোনাম
◈ আবদুল্লাহ জাহাজে খাবার থাকলেও সংকট বিশুদ্ধ পানির ◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২১, ০১:৩১ রাত
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০২১, ০১:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গণমাধ্যমের অগ্রযাত্রায় স্বাধীনতা ও দায়িত্বশীলতা উভয়ই অত্যন্ত গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী

সমীরণ রায়: [২] ড. হাছান মাহমুদ আরও বলেন, একটি বহুমাত্রিক সমাজ ব্যবস্থা গঠনের ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য। আমরা অবাধ তথ্যপ্রবাহ এবং গণমাধ্যমের স্বাধীনতাকে বিশ্বাসী। সেই বিশ্বাস রেখেই রাষ্ট্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। গত ১২ বছরে গণমাধ্যমের ব্যাপক বিকাশ ঘটেছে। স্বাধীনতাকে যেন অপরের স্বাধীনতাকে ক্ষতিগ্রস্ত না করে। মতপ্রকাশের স্বাধীনতার ওপর যেন হস্তক্ষেপ না করে, তা নিশ্চিত করতে হবে।

[৩] তিনি বলেন, বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা। গণমাধ্যম যাতে সমাজের দর্পণ হিসেবে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারে। ভুল এবং অসত্য সংবাদ পরিবেশন থেকে বিরত থাকে এবং তার প্রতিকার যাতে হয়, সেই লক্ষ্য নিয়েই বঙ্গবন্ধু প্রেস কাউন্সিল গঠন করেছিলেন। প্রেস কাউন্সিল তখন থেকেই অত্যন্ত দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছে।

[৪] তথ্যমন্ত্রী বলেন, প্রেস কাউন্সিলের ক্ষমতা বৃদ্ধির জন্য আইন সংশোধন করতে যাচ্ছি। প্রেস কাউন্সিল বাস্তবতার নিরিখে যাতে কার্যকর ভূমিকা রাখতে পারে। যে দায়িত্ব দেয়া হয়েছে তা সুচারুভাবে পালন ও সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং দায়িত্বশীলতা দু’টিই নিশ্চিত করতে পারে।

[৫] তিনি বলেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন দেশে-বিদেশে নানা ধরণের ষড়যন্ত্র শুরু হয়েছে। এই ষড়যন্ত্রের ব্যাপারেও সজাগ থাকতে হবে। দেশকে এগিয়ে নিতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো। আগামী দিনগুলোতে প্রেস কাউন্সিল আরো কার্যকর ভূমিকায় রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

[৬] তিনি আরও বলেন, বিএনপি ভেতরে ভেতরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে যেভাবে ষড়যন্ত্র করেছিল। সরকারের বিরুদ্ধেও ১২ বছর ধরে নানা ধরণের ষড়যন্ত্রে লিপ্ত। তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে এখন দৈব দুর্বিপাকের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে।

[৭] রোববার বাংলাদেশ প্রেস কাউন্সিল দিবস উপলক্ষে ঢোকার তোপখানা রোডে এক সভায় তিনি এসব কথা বলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়