শিরোনাম
◈ সাবেক ১০ সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ ◈ তারেক রহমানকে বহনকারী ফ্লাইট থেকে মধ্যরাতে দুই কেবিন ক্রু প্রত্যাহার করলো বিমান ◈ নির্বাচন ও গণভোট ঘিরে সরব কূটনীতিকরা: কঠোর নিরাপত্তার বার্তা সরকারের ◈ ভালুকায় হিন্দু যুবককে পিটিয়ে পুড়িয়ে হত্যা, কী ঘটেছিল সেখানে ◈ পদত্যাগ করে ধানের শীষে নির্বাচন করার ঘোষণা অ্যাটর্নি জেনারেলের ◈ গ্রিসের ক্রিট উপকূলে মাছ ধরার নৌকা থেকে বাংলাদেশিসহ ৫ শতাধিক আশ্রয়প্রার্থী উদ্ধার ◈ প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু, যে প্রক্রিয়ায় ভোট দেবেন তারা ◈ বিশ্ব গণমাধ্যমে শহিদ ওসমান হাদির জানাজায় জনস্রোতের খবর ◈ শহীদ হাদির কবর দেখতে মানুষের ভিড়, রাতেও থাকবে পুলিশি প্রহরা ◈ হা‌দির মৃত‌্যু‌তে গ‌র্জে উ‌ঠে‌ছে বাংলা‌দেশ, যৌথবাহিনীর অভিযান আর গানম্যানে কি আইন-শৃঙ্খলা ফিরবে?

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:১৬ সকাল
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনার টিকায় বন্ধ্যাত্বের প্রমাণ এখনো মেলেনি

ডেস্ক রিপোর্ট: করোনার টিকা গ্রহণে নারীরা সন্তান জন্মদানে অক্ষম হয়ে পড়েন—সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন প্রচারকে ভিত্তিহীন ও গুজব বলেছেন বিশেষজ্ঞরা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু পোস্টে ফাইজারের টিকা নারীদের বন্ধ্যা করে দেয় বা গর্ভবতী নারীদের বেলায় প্ল্যাসেন্টা আক্রমণ করে বলে দাবি করা হয়। কিংস কলেজ লন্ডনের অধ্যাপক লুসি চ্যাপেল বলেন, এমন কোনো জৈবিক প্রক্রিয়ার বিশ্বাসযোগ্য প্রমাণ এখনো পাওয়া যায়নি। ফাইজারের টিকা নিয়ে যুক্তরাজ্য সরকার যে দিকনির্দেশনা দিয়েছিল তার একটি লাইনের কথা উল্লেখ করে অনলাইনে কিছু মানুষ গুজব ছড়াচ্ছে।

ওই লাইনে বলা হয়েছিল, ফাইজারের টিকা প্রজননক্ষমতার ওপর কোনো প্রভাব ফেলে কি না, তা এখনো অজানা। অবশ্য পরে ওই তথ্য হালনাগাদ করে বলা হয়, প্রাণিদেহের ওপর পরীক্ষা করে ফাইজারের টিকায় প্রজননক্ষমতার ওপর কোনো নেতিবাচক প্রভাব পড়ার প্রমাণ পাওয়া যায়নি। এর পরও এখানে কিছু বিভ্রান্তির সুযোগ থেকে যায়। অধ্যাপক চ্যাপেল বলেন, যখন বিজ্ঞানীরা বলেন এখনো কোনো প্রমাণ পাওয়া যায়নি, এর অর্থ হলো এখনো নির্দিষ্ট ওই টিকা নিয়ে দীর্ঘ মেয়াদে পরীক্ষা-নিরীক্ষা হয়নি। কিন্তু এর মানে তো এই নয় যে এখন তাঁদের হাতে কোনো তথ্যই নেই।

নিষ্ক্রিয় ভাইরাস ব্যবহার করে বানানো অন্য অনেক টিকা সম্পূর্ণ নিরাপদ প্রমাণিত হয়েছে জানিয়ে তিনি আরো বলেন, ‘যেমন ফ্লুর টিকা। এটা সম্পূর্ণ নিরাপদ। প্রজননক্ষমতার ওপর এর কোনো ক্ষতিকর প্রভাব নেই। এমনকি গর্ভবতী নারীরাও এই টিকা নিতে পারেন।  সূত্র : বিবিসি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়