শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:১৬ সকাল
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনার টিকায় বন্ধ্যাত্বের প্রমাণ এখনো মেলেনি

ডেস্ক রিপোর্ট: করোনার টিকা গ্রহণে নারীরা সন্তান জন্মদানে অক্ষম হয়ে পড়েন—সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন প্রচারকে ভিত্তিহীন ও গুজব বলেছেন বিশেষজ্ঞরা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু পোস্টে ফাইজারের টিকা নারীদের বন্ধ্যা করে দেয় বা গর্ভবতী নারীদের বেলায় প্ল্যাসেন্টা আক্রমণ করে বলে দাবি করা হয়। কিংস কলেজ লন্ডনের অধ্যাপক লুসি চ্যাপেল বলেন, এমন কোনো জৈবিক প্রক্রিয়ার বিশ্বাসযোগ্য প্রমাণ এখনো পাওয়া যায়নি। ফাইজারের টিকা নিয়ে যুক্তরাজ্য সরকার যে দিকনির্দেশনা দিয়েছিল তার একটি লাইনের কথা উল্লেখ করে অনলাইনে কিছু মানুষ গুজব ছড়াচ্ছে।

ওই লাইনে বলা হয়েছিল, ফাইজারের টিকা প্রজননক্ষমতার ওপর কোনো প্রভাব ফেলে কি না, তা এখনো অজানা। অবশ্য পরে ওই তথ্য হালনাগাদ করে বলা হয়, প্রাণিদেহের ওপর পরীক্ষা করে ফাইজারের টিকায় প্রজননক্ষমতার ওপর কোনো নেতিবাচক প্রভাব পড়ার প্রমাণ পাওয়া যায়নি। এর পরও এখানে কিছু বিভ্রান্তির সুযোগ থেকে যায়। অধ্যাপক চ্যাপেল বলেন, যখন বিজ্ঞানীরা বলেন এখনো কোনো প্রমাণ পাওয়া যায়নি, এর অর্থ হলো এখনো নির্দিষ্ট ওই টিকা নিয়ে দীর্ঘ মেয়াদে পরীক্ষা-নিরীক্ষা হয়নি। কিন্তু এর মানে তো এই নয় যে এখন তাঁদের হাতে কোনো তথ্যই নেই।

নিষ্ক্রিয় ভাইরাস ব্যবহার করে বানানো অন্য অনেক টিকা সম্পূর্ণ নিরাপদ প্রমাণিত হয়েছে জানিয়ে তিনি আরো বলেন, ‘যেমন ফ্লুর টিকা। এটা সম্পূর্ণ নিরাপদ। প্রজননক্ষমতার ওপর এর কোনো ক্ষতিকর প্রভাব নেই। এমনকি গর্ভবতী নারীরাও এই টিকা নিতে পারেন।  সূত্র : বিবিসি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়