রাহুল রাজ: দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফিরলেও এখনও শুরু হয়নি ঘরোয়া ক্রিকেট। গেলো বছরের মার্চের মাঝামাঝি সময়ে করোনাভাইরাসের কারণে ঘরোয়া ক্রিকেটসহ সবধরনের খেলা বন্ধ হয়। এখন দেশে করোনার ভ্যাকসিন প্রয়োগ শুরু হওয়ায় সামনের এপ্রিলে মাঠে গড়াছে বহু ক্রিকেটারের রুটি-রুজির ঘরোয়া লীগ।
[২] এমন আভাস দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান ও পরিচালক আকরাম খান।
[৩] ক্লাব ক্রিকেটটা আমাদের জন্য একটু কঠিন হবে। বিভিন্ন ভেন্যুতে খেলা হবে, মাঠও লাগবে অনেক। তখনই বোর্ড প্রেসিডেন্ট আমাদের বলেছিলেন, আমরা চেষ্টা করবো যত তাড়াতাড়ি পারা যায়। ভ্যাাকসিন আসলে আমরা তা দিয়ে দেবো। ঝুঁকি নিয়ে থাকতে চাই না।’
[৪] ভ্যাকসিন প্রয়োগ শুরু হওয়ায় নিয়ে তিনি আরো বলেন, এখন আমরা শুধু জাতীয় দলের খেলোয়াড়দের (করোনা ভ্যাকসিন) দিচ্ছি, যারা নিউ জিল্যান্ড সফরে যাবে। এরপর যত তাড়াতাড়ি সম্ভব বাকিদের দিয়ে আমরা ঘরোয়া টুর্নামেন্ট শুরু করবো।’