শাহানুজ্জামান টিটু: [২] সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, সেই নাটকের নাম জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব কেড়ে নেওয়া এবং তারেক রহমানকে মিথ্যা মামলায় সাজা দেওয়া।
[৩] তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলজাজিরা ভাইরাসে আতঙ্কগ্রস্ত। রাষ্ট্র এখন মাফিয়া আর গুণ্ডারা চালাচ্ছে।
[৪] রিজভী বলেন, এখন খেতাব পাবে কে? খেতাব পাবে দুই খুনের আসামি, চার খুনের আসামি; পাঁচ খুনের আসামিরা। আর জিয়াউর রহমানের মতো দেশমাতৃকার শ্রেষ্ঠ সন্তানদের খেতাব কেড়ে নেওয়া হবে। আজকে খুনিরা অভিনন্দিত, খুনিদের খেতাব দেওয়া হয়।