আফরোজা সরকার: [২] জেলার হারাগাছে বাক প্রতিবন্ধী কিশোরীকে (১২) ধর্ষণের চেষ্টার অভিযোগে আশরাফুল ইসলাম নামে এক সবজি বিক্রেতার বিরুদ্ধে মামলা হয়েছে।
[৩] এ ঘটনায় এখনও অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
[৪] পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার দুপুরের দিকে কাউনিয়া উপজেলার সারাই ইউনিয়নের জয়বাংলা বাজার ধুমেরকুটি গ্রামে ওই কিশোরী বাড়িতে একাই ছিল। এ সময় একই ইউনিয়নের ভিতরকুটি গ্রামের মৃত হামেজ দালালের ছেলে সবজি বিক্রেতা আশরাফুল ইসলাম (৪০) তাকে ধর্ষণের চেষ্টা চালায়। ধর্ষণ থেকে বাঁচতে কিশোরীর সেরগোলে লোকজন এগিয়ে আসলে আশরাফুল পালিয়ে যায়।
[৫] জেলার মেট্রোপলিটন পুলিশ হারাগাছ থানার ওসি রেজাউল করিম বলেন, কিশোরীর মা বাদী হয়ে মঙ্গলবার রাতে মামলা দায়ের করেছে। ধর্ষক আশরাফুল গ্রেফতারের চেষ্টা চলছে। সম্পাদনা: জেরিন