শিরোনাম
◈ নতুন সক্রিয় ফাটলরেখা শনাক্ত: ব্রহ্মপুত্রের গতিপথ বদল ও বড় ভূমিকম্পের ঝুঁকির ইঙ্গিত ◈ বাংলাদেশের উৎপাদন খাতে বড় বিনিয়োগে চীনের আগ্রহ: পাট, সবুজ প্রযুক্তি ও ফার্মায় গুরুত্ব ◈ আরও ৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র ◈ অভিবাসন নীতিতে বড় পরিবর্তন: ট্রাম্পের লক্ষ্য স্থায়ী নিষেধাজ্ঞা ◈ ‘ক্ষমতায় এলে বিএনপিসহ সবাইকে নিয়েই দেশ পরিচালনা করবো’ ◈ ভ্যানিটি ব্যাগ থেকে পিস্তল বের করে যুবলীগ নেতার স্ত্রীর হুমকি, ভিডিও ভাইরাল ◈ শিক্ষকদের আন্দোলনে চলতি বছর ক্ষতিগ্রস্ত প্রায় দুই কোটি শিক্ষার্থী ◈ বিএনপি ছেড়ে দেওয়া আসনে স্বতন্ত্র প্রার্থী হতে পারেন দু’জন উপদেষ্টা, পদত্যাগ আগামী সপ্তাহে ◈ ফজরের পর আম বয়ানে টঙ্গীতে জোড় ইজতেমা শুরু, আখেরি মোনাজাত ২ ডিসেম্বর ◈ আমি নিশ্চিত ‘ঢাকার কসাই’ আসাদুজ্জামান খান কামালকে অতিশীঘ্রই বাংলাদেশের কাছে প্রত্যর্পণ করা হবে : প্রেস সচিব 

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:৫০ সকাল
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লালমনিরহাটে নৌকার নির্বাচনী অফিস ভাংচুর ও অগ্নিসংযোগ

নুরনবী সরকার: [২] নির্বাচনী প্রচার প্রচারণায় পৌরসভার বিভিন্ন পাড়া মহল্লায় সকল প্রার্থীর নির্বাচনী অফিস রয়েছে। লালমনিরহাট পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের নির্বাচনী অফিসে ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

[৩] মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) রাতে লালমনিরহাট পৌরসভার নয়ারহাট এলাকার নির্বাচনী অফিসে এ হামলার ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, জেলার পৌরসভা নির্বাচনে পৌর আওয়ামী লীগের সভাপতি মোফাজ্জল হোসেন নৌকা প্রতীকে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনী প্রচার প্রচারণায় পৌরসভার বিভিন্ন পাড়া মহল্লায় সকল প্রার্থীর নির্বাচনী অফিস রয়েছে। নয়ারহাট এলাকায় নৌকা প্রতীকের নির্বাচনী অফিসে মঙ্গলবার রাতে হামলা চালায় কিছু দুর্বৃত্ত।

[৪] এ সময় তারা চেয়ার টেবিল ভাংচুর করে অগ্নিসংযোগ করে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ করেন। খবর পেয়ে থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। দুর্বৃত্তদের নাম পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। সম্পাদনা: আঞ্জুমান আরা

  • সর্বশেষ
  • জনপ্রিয়