শিরোনাম
◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ অহেতুক চাপ সৃষ্টি করতে জামায়াতের কর্মসূচি: মির্জা ফখরুল ◈ জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে সাত দল ◈ স্ত্রী আসলেই নারী কি না প্রমাণ দেবেন ম্যাখোঁ ◈ আগামী বছরের বইমেলার সময় পরিবর্তন ◈ সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, যা জানালো ভারত ◈ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর: অবসরে বাড়ছে সুযোগ-সুবিধা, কমছে অপেক্ষাকাল ◈ আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির সাংবাদিকসহ আহত ৫

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২১, ১১:৫৩ দুপুর
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০২১, ১১:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] র‌্যাবের অভিযানে ২২ জুয়াড়ি গ্রেপ্তার

সুজন কৈরী: [২] রাজধানীর যাত্রাবাড়ী, মতিঝিল ও কেরাণীগঞ্জে পৃথক অভিযান চালিয়ে জুয়া খেলার সময় ২২ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০।

[৩] সোমবার ব্যাটালিয়ন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার র‌্যাব-১০ এর একটি দল যাত্রাবাড়ীর দক্ষিণ সায়েদাবাদ এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় ১১ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের নাম- মানিক (২৫), হোসেন আলী (৩০), সুমন মিয়া (৩৩), ইব্রাহীম বাবু (২৫), দুলাল হোসেন (৫০), মাসুদ (৩৩), ইয়াকুব (৩০), শাহীদ (৩৩), রেজাউল (২৬), রবিউল আলম (৩৭) ও রাজু (৩২)। তাদের কাছ থেকে খোলা অবস্থায় ১৫৬ জুয়া খেলার কার্ড (তাস), ২টি মোবাইল ফোনসেট ও নগদ ৩ হাজার ৪৩০ টাকা উদ্ধার করা হয়েছে।

[৪] একইদিনর র‌্যাব-১০ এর অপর একটি দল মতিঝিলের ৪র্থ গলি এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় রেজাউল করিম রুবেল (৩৯), হাবিবুর রহমান (৪৫) ও খলিল (৩৮) নামের ৩ জনকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে ৩ সেট জুয়া খেলার কার্ড (তাস), ২টি মোবাইল ফোন ও নগদ ২ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়েছে।

[৫] এছাড়াও রোববার র‌্যাব-১০ এর একটি দল কেরাণীগঞ্জের ভাগনা মসজিদ রোড এলাকায় পৃথক অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় ৮ জন জুয়াড়িকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন- রবিন হোসেন (২২), সৌরভ সরকার (২১), আশিক হোসেন (২১), আলিফ (২২), আশিকুর রহমান (২২), সিফাত ঢালী (২২), রফিকুল ইসলাম ওরফে রনি (২০) ও রাসেল ফকির (২৪)। তাদের কাছ থেকে ৪ সেট জুয়া খেলার কার্ড (তাস), ১টি বেড শীড, ৭টি মোবাইল ফোন ও নগদ ২ হাজার ৯৯৫ টাকা উদ্ধার করা হয়েছে।

[৬] প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছেন, তারা পেশাদার জুয়াড়ি। দীর্ঘদিন ধরে একে অন্যের সাথে জুয়া খেলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়