শিমুল মাহমুদ: [২] দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাবন্দির তৃতীয় বার্ষিকীতে প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি। সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আমরা কখনো আল জাজিরা টিভি চ্যানেল দেখতে চাইনি। এখন আল-জাজিরা দেখতে হচ্ছে কেন? আল-জাজিরার প্রতিবেদনে যা প্রকাশ করা হয়েছে তা বাংলাদেশের দুর্নীতির চিত্রের এক হাজার ভাগের এক ভাগ। সরকার স্বভাব-সুলভভাবে তুচ্ছ-তাচ্ছিল্য করে এর প্রতিবাদ জানিয়েছে। তথ্যপ্রমাণ দিয়ে আপনাদেরকে প্রমাণ করতে হবে আল-জাজিরার প্রতিবেদন সত্য নয়।
[৩] সরকারের সমালোচনা করে তিনি বলেন, এই সরকারকে ঘর থেকে বের হওয়ার পথ তৈরি করতে হবে। ঘরে বসে বসে তারা প্রতিদিন আবোল তাবোল কথা বলছে। অবজ্ঞা তুচ্ছ-তাচ্ছিল্য করে মানুষকে কথা বলা তাদের রোগে পরিণত হয়েছে। কারণ তাদের ভোটের প্রয়োজন হয় না, তাদের জনগণের সমর্থন লাগে না।
[৪] দলের আরেক স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, আল-জাজিরায় প্রতিবেদন মিথ্যা প্রমাণ করুন আমরা আপনাদের সমর্থন দেব।
[৫] তিনি বলেন, আমরা মুক্তিযুদ্ধ করেছি, দেশ স্বাধীন করেছি এই কথা শোনার জন্য নয়, বাংলাদেশ মাফিয়া দ্বারা পরিচালিত হচ্ছে। বাংলাদেশ একটি মাফিয়া রাষ্ট্র। এই কথা আমরা আর কখনো শুনতে চাই না।
[৬] বিএনপির এ নেতা বলেন, আমরা এতই দুর্ভাগা, এতই ব্যর্থ যে আপনাদের দলের চেয়ারপরসনকে মুক্ত করার কোনো ব্যবস্থা করতে পারি নাই। সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এ প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়।