শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২১, ১০:২০ দুপুর
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০২১, ১০:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আল জাজিরার প্রতিবেদন মিথ্যা প্রমাণ করতে সরকারের প্রতি আহবান, প্রয়োজনে সমর্থন দেবে বিএনপি

শিমুল মাহমুদ: [২] দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাবন্দির তৃতীয় বার্ষিকীতে প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি। সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আমরা কখনো আল জাজিরা টিভি চ্যানেল দেখতে চাইনি। এখন আল-জাজিরা দেখতে হচ্ছে কেন? আল-জাজিরার প্রতিবেদনে যা প্রকাশ করা হয়েছে তা বাংলাদেশের দুর্নীতির চিত্রের এক হাজার ভাগের এক ভাগ। সরকার স্বভাব-সুলভভাবে তুচ্ছ-তাচ্ছিল্য করে এর প্রতিবাদ জানিয়েছে। তথ্যপ্রমাণ দিয়ে আপনাদেরকে প্রমাণ করতে হবে আল-জাজিরার প্রতিবেদন সত্য নয়।

[৩] সরকারের সমালোচনা করে তিনি বলেন, এই সরকারকে ঘর থেকে বের হওয়ার পথ তৈরি করতে হবে। ঘরে বসে বসে তারা প্রতিদিন আবোল তাবোল কথা বলছে। অবজ্ঞা তুচ্ছ-তাচ্ছিল্য করে মানুষকে কথা বলা তাদের রোগে পরিণত হয়েছে। কারণ তাদের ভোটের প্রয়োজন হয় না, তাদের জনগণের সমর্থন লাগে না।

[৪] দলের আরেক স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, আল-জাজিরায় প্রতিবেদন মিথ্যা প্রমাণ করুন আমরা আপনাদের সমর্থন দেব।

[৫] তিনি বলেন, আমরা মুক্তিযুদ্ধ করেছি, দেশ স্বাধীন করেছি এই কথা শোনার জন্য নয়, বাংলাদেশ মাফিয়া দ্বারা পরিচালিত হচ্ছে। বাংলাদেশ একটি মাফিয়া রাষ্ট্র। এই কথা আমরা আর কখনো শুনতে চাই না।

[৬] বিএনপির এ নেতা বলেন, আমরা এতই দুর্ভাগা, এতই ব্যর্থ যে আপনাদের দলের চেয়ারপরসনকে মুক্ত করার কোনো ব্যবস্থা করতে পারি নাই। সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এ প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়