শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: কী পাচ্ছে বাংলাদেশ, কী হারাতে পারে? ◈ রাতেই সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা (ভিডিও) ◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল ◈ রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত ভারতের বৃহত্তম তেল শোধনাগার নায়ারা রিফাইনারির ওপর ইইউর নিষেধাজ্ঞা ◈ রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’ (ভিডিও) ◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ◈ কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার ◈ বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল! ◈ টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু ◈ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ তলিয়ে দেখা দরকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:৫৩ সকাল
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এক দৃশ্যের জন্য ৩০ কোটি !

বিনোদন ডেস্ক: কঙ্গনা রানাউতের ‘ধাকড়’ নিয়ে প্রায়ই নতুন নতুন খবর উঠে আসছে। এবার ছবিটিকে নিয়ে নতুন খবর জানালেন বলিউড ‘কুইন’। গত শুক্রবার টুইটারে শুটিংয়ের একটি ভিডিও পোস্ট করে তিনি লিখেছেন, ‘আমি এমন কোনো পরিচালক দেখিনি, যিনি মহড়ার জন্য এত সময় আর গুরুত্ব দেন।

গত শনিবার রাত থেকে সবচেয়ে বড় অ্যাকশন দৃশ্য শুট করা হবে। তার প্রস্তুতি দেখে আমি হতবাক হয়ে গেছি। আমি অনেক কিছু শেখার সুযোগ পাচ্ছি। ৩০ কোটি টাকার বেশি শুধু একটা অ্যাকশন দৃশ্যের জন্যই খরচ করা হচ্ছে।’

স্পাই-অ্যাকশন ঘরানার ছবি ‘ধাকড়’। এই ছবিতে কঙ্গনাকে এক গুপ্তচরের ভূমিকায় দেখা যাবে। রজনীশ রাজি ঘাই পরিচালিত এই ছবিতে চোখ ধাঁধানো সব অ্যাকশন দৃশ্য আছে। এসব দৃশ্য কঙ্গনা জীবনের ঝুঁকি নিয়ে করতে চেয়েছিলেন। কিন্তু নির্মাতা রাজি হননি। তাই বুলগেরিয়া থেকে এক স্ট্যান্টউইম্যান নিয়ে আসা হয়েছে, যার শারীরিক গঠন অনেকটা কঙ্গনার মতো। এখন এই স্ট্যান্টউইম্যানকে দিয়ে কঙ্গনার ঝুঁকিপূর্ণ দৃশ্যগুলো করাচ্ছেন পরিচালক। কঙ্গনার সঙ্গে ‘ধাকড়’ ছবির মূল চরিত্রে আছেন অর্জুন রামপাল ও দিব্য দত্ত। কঙ্গনা আগে জানিয়েছিলেন, এই ছবি এ বছর ১ অক্টোবর মুক্তি পাবে।

এরই মধ্যে কঙ্গনা ‘থালাইভা’ ছবির শুটিং শেষ করেছেন। দক্ষিণ ভারতীয় অভিনেত্রী, তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী জয়ললিতার জীবনের ওপর নির্মিত এই বায়োপিকটি হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাবে। ‘থালাইভা’ ছবিতে কঙ্গনা ছাড়া যিশু সেনগুপ্ত, অরবিন্দ স্বামী, প্রকাশ রাজসহ আরও অনেকে আছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়