অনন্যা আফরিন: [২] উওর ইরাকের ইয়াজিদি সম্প্রদায় ২০১৪ সালে সন্ত্রাসবাদের শাসনমালে ইসলামিক স্টেট গ্রুপের হাতে নিহত ১০৪ জন সদস্যকে দেশে আনা হয়েছে । তাদেরকে শনাক্ত করে, গণকবর থেকে উদ্ধার করা হয়েছে ।নিনভা প্রদেশে সিনজার পর্বতের কাছে ওকাচো গ্রামে তাদের সমাধি করা হয়েছে।আইএস ইয়াজিদির মাতৃভূমিতে অগ্রধিকারের সময়কালে হাজার হাজার পুরুষকে হত্যা করা হয়েছিল এবং নারী ও শিশুদের অপহরণ ও ধর্ষণ করা হয়। বিবিসি
[৩] জাতিসংঘ জানিয়েছে আইএস সম্প্রদায়ের বিরুদ্ধে গণহত্যা চালানো হয়েছে । ইয়াজিদিরে হাজার বছরের র্ধমীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য থাকলেও আইএস তাদরে অনুপ্রবশেকারী হিসেবে দখলে জঙ্গিরা হাজারো ইয়াজদিকে হত্যা ও করেছেন। তাই অনকেই ঘর ছেড়ে পালয়িছেনে ।
[৪] ২৩ বছর বয়সি পার্ভিন আলি বাকু নামের এক ইয়াজিদি নারী, তিন বছরের মেয়েসহ জঙ্গিদের হাতে দু'বছর ধরে আটক ছিলেন। সম্প্রতি তিনি পালিয়ে আসতে সক্ষম হয়েছেন, এখন তিনি ইরাকের এক শরণার্থী শিবিরে বসবাস করছে।উওর ইরাকের সিনজার ও তার আশপাশে চার লাখ ইয়াজিদি থাকতেন । এসব এলাকা আইসমুক্ত হলেও এখন মাত্র এক হাজার ইয়াজিদি পরিবার ফিরে এসেছেন। কারণ আইএস বিতারিত করার পর এলাকা দখল নেওয়ার জন্য কুর্দি ও শিয়ারা লড়ছে।