শিরোনাম
◈ প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:২৩ সকাল
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সড়ক দুর্ঘটনায় ওয়েস্ট ইন্ডিজের সাবেক পেসার ইজরা মোসলের মৃত্যু

স্পোর্টস ডেস্ক : [২] সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক পেসার ইজরা মোসলে। জাতীয় দলের হয়ে দুইটি টেস্ট ও নয়টি ওয়ানডে খেলেছেন তিনি। সাবেক ক্রিকেটারের মৃত্যুতে রোববার চট্টগ্রাম টেস্টের পঞ্চম দিনের খেলা শুরুর আগে নীরবতা পালন করেন বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড় ও ম্যাচ অফিসিয়ালরা। হাতে কালো ব্যান্ড পরে নেমেছেন ক্যারিবিয়ান ক্রিকেটাররা।

[৩] ৬৩ বছর বয়সী ইজরা মোসলে শনিবার ক্যারিবিয়ান দ্বীপের এবিসি হাইওয়েতে সাইকেল চালাচ্ছিলেন। তার সাইকেলের সঙ্গে একটি গাড়ির সংঘর্ষ হয়। সেখানেই তার মৃত্যু হয়।

[৪] ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট পরিচালক জিমি অ্যাডামস বলেন, বার্বাডোজে তার চলে যাওয়ার খবরে আমরা হতবাক। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ পরিবার তার বিদায়ে গভীরভাবে দুঃখিত। ৭০ এবং ৮০ এর দশকে ওয়েস্ট ইন্ডিজের অন্যতম সেরা পেসারদের একজন ছিলেন তিনি।

[৫] ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুইটি টেস্ট ও নয়টি ওয়ানডে খেলা ইজরা ১৯৮০ সালে ইংল্যান্ডের গ্যামারগন ক্লাবে যোগ দেন। প্রথম দুই মৌসুমেই তিনি ৫০টি করে উইকেট নেন। ১৯৮৩ সালে তিনি ওয়েস্ট ইন্ডিজ ছেড়ে দক্ষিণ আফ্রিকায় যোগ দেন এবং ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে আজীবন নিষিদ্ধ হন। তবে বেশিদিন নিষেধাজ্ঞায় থাকতে হয়নি তাকে।

[৬] ১৯৯০ সালে ইংল্যান্ড সফর করেন দলের হয়ে। সেবার ইংল্যান্ডের ওপেনার গ্রাহাম গুচের হাত ভাঙেন ভয়ংকর বাউন্সারে। সেই সিরিজে ৬ উইকেট নিয়েছিলেন ৪৩.৫০ স্ট্রাইক রেটে। কোচিং পেশায় জড়িয়েছিলেন তবে আনন্দ না পাওয়ায় বেশিদিন স্থায়ী হননি। এরপর বার্বাডোজের ছেলে ও মেয়েদের ক্রিকেটে নির্বাচকের ভূমিকায় দেখা গেছে তাকে। - ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়