শিরোনাম
◈ ঘুমন্ত স্ত্রী-সন্তানসহ ৬ জনের শরীরে পেট্রল ঢেলে আগুন, দুজনের মৃত্যু ◈ ভেস্তে যাওয়ার দ্বারপ্রান্তে যুদ্ধবিরতি: গাজায় ‘শক্তিশালী’ হামলা চালানোর নির্দেশ নেতানিয়াহুর ◈ সোনার দাম একলাফে কমলো সাড়ে ১০ হাজার টাকা ◈ ইতালিতে রেসিডেন্স পারমিট পাওয়ায় শীর্ষ তিনে বাংলাদেশিরা ◈ গাজায় ইসরাইলপন্থী পক্ষপাতের অভিযোগে নিউইয়র্ক টাইমস বয়কটের ঘোষণা ১৫০-রও বেশি লেখক ও শিল্পীর ◈ বিপুলসংখ্যক জামিন প্রশ্নে তিন বিচারপতির কাছে কোনো ব্যাখ্যা নয়, তথ্য চাওয়া হয়েছে: সুপ্রিম কোর্ট ◈ ক্ষোভে জ্বলছে ভারতীয়রা : পাক জেনারেলকে ড. ইউনূসের দেওয়া উপহারের মানচিত্রে ভারতের সাত রাজ্য! ◈ জটিলতা কাটেনি গণভোটের সময় নিয়ে, দুই মেরুতে বিএনপি-জামায়াত ◈ কতটুকু জায়গা ছাড়তে হয় বাড়ি করার সময়, জেনে নিন আইনে কী আছে ◈ লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:২৩ সকাল
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সড়ক দুর্ঘটনায় ওয়েস্ট ইন্ডিজের সাবেক পেসার ইজরা মোসলের মৃত্যু

স্পোর্টস ডেস্ক : [২] সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক পেসার ইজরা মোসলে। জাতীয় দলের হয়ে দুইটি টেস্ট ও নয়টি ওয়ানডে খেলেছেন তিনি। সাবেক ক্রিকেটারের মৃত্যুতে রোববার চট্টগ্রাম টেস্টের পঞ্চম দিনের খেলা শুরুর আগে নীরবতা পালন করেন বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড় ও ম্যাচ অফিসিয়ালরা। হাতে কালো ব্যান্ড পরে নেমেছেন ক্যারিবিয়ান ক্রিকেটাররা।

[৩] ৬৩ বছর বয়সী ইজরা মোসলে শনিবার ক্যারিবিয়ান দ্বীপের এবিসি হাইওয়েতে সাইকেল চালাচ্ছিলেন। তার সাইকেলের সঙ্গে একটি গাড়ির সংঘর্ষ হয়। সেখানেই তার মৃত্যু হয়।

[৪] ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট পরিচালক জিমি অ্যাডামস বলেন, বার্বাডোজে তার চলে যাওয়ার খবরে আমরা হতবাক। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ পরিবার তার বিদায়ে গভীরভাবে দুঃখিত। ৭০ এবং ৮০ এর দশকে ওয়েস্ট ইন্ডিজের অন্যতম সেরা পেসারদের একজন ছিলেন তিনি।

[৫] ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুইটি টেস্ট ও নয়টি ওয়ানডে খেলা ইজরা ১৯৮০ সালে ইংল্যান্ডের গ্যামারগন ক্লাবে যোগ দেন। প্রথম দুই মৌসুমেই তিনি ৫০টি করে উইকেট নেন। ১৯৮৩ সালে তিনি ওয়েস্ট ইন্ডিজ ছেড়ে দক্ষিণ আফ্রিকায় যোগ দেন এবং ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে আজীবন নিষিদ্ধ হন। তবে বেশিদিন নিষেধাজ্ঞায় থাকতে হয়নি তাকে।

[৬] ১৯৯০ সালে ইংল্যান্ড সফর করেন দলের হয়ে। সেবার ইংল্যান্ডের ওপেনার গ্রাহাম গুচের হাত ভাঙেন ভয়ংকর বাউন্সারে। সেই সিরিজে ৬ উইকেট নিয়েছিলেন ৪৩.৫০ স্ট্রাইক রেটে। কোচিং পেশায় জড়িয়েছিলেন তবে আনন্দ না পাওয়ায় বেশিদিন স্থায়ী হননি। এরপর বার্বাডোজের ছেলে ও মেয়েদের ক্রিকেটে নির্বাচকের ভূমিকায় দেখা গেছে তাকে। - ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়