শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:৪০ সকাল
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঢাকাসহ সারাদেশের এক হাজার পাঁচটি হাসপাতালে আজ টিকাদান শুরু

শিমুল মাহমুদ: [২] ৩ লাখ ২৮ হাজার ১৩ জন নিবন্ধন করেছেন, সকাল ১০টায় স্বাস্থ্য অধিদপ্তরে কর্মসূচির উদ্বোধন করবেন স্বাস্থ্যমন্ত্রী। প্রথম মাসে টিকা নেবেন ৩৫ লাখ, কেন্দ্রে গিয়েও নিবন্ধন করা যাবে, জানিয়ে দেয়া হবে টিকা দেয়ার সময়।

[৩] প্রথম ধাপ দ্বিতীয় ধাপ বলে কিছু নেই, টিকাদান চলতেই থাকবে। এখনো চালু হয়নি সুরক্ষা অ্যাপ, নিবন্ধন করতে হবে ওয়েবসাইটে।

[৪] স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম জানান, সকাল ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ভ্যাকসিন দেওয়া হবে। তবে প্রথম দিন নানা আনুষ্ঠানিকতা থাকায় সময় কিছুটা শিথিল হবে। সারাদেশে কাজ করবে দুই হাজার চারশটি টিম। প্রতিটি টিমের ১৫০ জনকে টিকা দেয়ার সক্ষমতা রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে কমবেশি হতে পারে।

[৫] মহাপরিচালক বলেন, ঢাকায় ৫০টি হাসপাতালে কাজ করবে ২০৪টি টিম, ঢাকার বাইরে ৯৫৫টি হাসপাতালে ২১৯৬টি টিম। আর প্রস্তুত রয়েছে ৭ হাজার ৩শ’ ৪০টি টিম।

[৬] অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, কর্মসূচি উদ্বোধনের পর স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক রাজধানীর গাস্ট্রোলিভার হাসপাতালে টিকা নেবেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ভ্যাকসিন নেওয়ার মাধ্যমে জনসাধারণকে উদ্বুদ্ধ করবেন। একই দিনে রাজধানীর বিভিন্ন হাসপাতালে জনপ্রতিনিধিরা ভ্যাকসিন নিবেন।

[৭] মহাপরিচালক বলেন, যারা নিবন্ধন করতে পারবেন না, তারা কেন্দ্রে এসে ফরম পূরণ করতে পারবেন। তাদের এসএমএস-এর মাধমে টিকা নেয়ার তারিখ জানিয়ে দেওয়া হবে।

[৮] অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা জানান, প্রথম ডোজের পর এসএমএস করে দ্বিতীয় ডোজের তারিখে জানিয়ে দেওয়া হবে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়