শিরোনাম
◈ লোহাগড়ায় দুর্বৃত্তের গুলিতে সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু ◈ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব পাস  ◈ জিম্বাবুয়ের বিরুদ্ধে টানা চার জয় বাংলাদেশের ◈ বন্দি ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর অমানবিক নির্যাতনের তথ্য-ছবি ফাঁস ◈ যুক্তরাষ্ট্র ও ইউরোপে ফিলিস্তিনিদের পক্ষে আন্দোলন ঠেকাতে দমনপীড়ন, নিন্দা জানালেন পররাষ্ট্রমন্ত্রী  ◈ গাজার রাফাহজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলা ও বোমাবর্ষণ ◈ কোনো ভর্তুকি ছাড়াই নিজস্ব আয় থেকে উড়োজাহাজের মূল্য পরিশোধ করছে বিমান ◈ আওয়ামী লীগ মাঠে না থাকলে বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে: ওবায়দুল কাদের ◈ অ্যাস্ট্রাজেনেকার টিকা শেষ, এখন চলবে ফাইজার: স্বাস্থ্যমন্ত্রী ◈ অবসরের পর দুবোন মিলে টুঙ্গিপাড়ায় থাকবো: প্রধানমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:৪০ সকাল
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঢাকাসহ সারাদেশের এক হাজার পাঁচটি হাসপাতালে আজ টিকাদান শুরু

শিমুল মাহমুদ: [২] ৩ লাখ ২৮ হাজার ১৩ জন নিবন্ধন করেছেন, সকাল ১০টায় স্বাস্থ্য অধিদপ্তরে কর্মসূচির উদ্বোধন করবেন স্বাস্থ্যমন্ত্রী। প্রথম মাসে টিকা নেবেন ৩৫ লাখ, কেন্দ্রে গিয়েও নিবন্ধন করা যাবে, জানিয়ে দেয়া হবে টিকা দেয়ার সময়।

[৩] প্রথম ধাপ দ্বিতীয় ধাপ বলে কিছু নেই, টিকাদান চলতেই থাকবে। এখনো চালু হয়নি সুরক্ষা অ্যাপ, নিবন্ধন করতে হবে ওয়েবসাইটে।

[৪] স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম জানান, সকাল ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ভ্যাকসিন দেওয়া হবে। তবে প্রথম দিন নানা আনুষ্ঠানিকতা থাকায় সময় কিছুটা শিথিল হবে। সারাদেশে কাজ করবে দুই হাজার চারশটি টিম। প্রতিটি টিমের ১৫০ জনকে টিকা দেয়ার সক্ষমতা রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে কমবেশি হতে পারে।

[৫] মহাপরিচালক বলেন, ঢাকায় ৫০টি হাসপাতালে কাজ করবে ২০৪টি টিম, ঢাকার বাইরে ৯৫৫টি হাসপাতালে ২১৯৬টি টিম। আর প্রস্তুত রয়েছে ৭ হাজার ৩শ’ ৪০টি টিম।

[৬] অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, কর্মসূচি উদ্বোধনের পর স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক রাজধানীর গাস্ট্রোলিভার হাসপাতালে টিকা নেবেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ভ্যাকসিন নেওয়ার মাধ্যমে জনসাধারণকে উদ্বুদ্ধ করবেন। একই দিনে রাজধানীর বিভিন্ন হাসপাতালে জনপ্রতিনিধিরা ভ্যাকসিন নিবেন।

[৭] মহাপরিচালক বলেন, যারা নিবন্ধন করতে পারবেন না, তারা কেন্দ্রে এসে ফরম পূরণ করতে পারবেন। তাদের এসএমএস-এর মাধমে টিকা নেয়ার তারিখ জানিয়ে দেওয়া হবে।

[৮] অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা জানান, প্রথম ডোজের পর এসএমএস করে দ্বিতীয় ডোজের তারিখে জানিয়ে দেওয়া হবে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়