শিরোনাম
◈ অর্থনীতিতে ইতিবাচক ইঙ্গিত: রেকর্ডসংখ্যক কোটিপতি ব্যাংক হিসাব ◈ কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানালো বাংলাদেশ ◈ দুবাইয়ে বিকৃত যৌ.নাচার ব্যবসার চক্রের মুখোশ উন্মোচন এবার বিবিসির অনুসন্ধানে! ◈ জনপ্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিদেশে বাংলাদেশ দূতাবাসে বদলি ◈ ‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা ◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:৪০ সকাল
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঢাকাসহ সারাদেশের এক হাজার পাঁচটি হাসপাতালে আজ টিকাদান শুরু

শিমুল মাহমুদ: [২] ৩ লাখ ২৮ হাজার ১৩ জন নিবন্ধন করেছেন, সকাল ১০টায় স্বাস্থ্য অধিদপ্তরে কর্মসূচির উদ্বোধন করবেন স্বাস্থ্যমন্ত্রী। প্রথম মাসে টিকা নেবেন ৩৫ লাখ, কেন্দ্রে গিয়েও নিবন্ধন করা যাবে, জানিয়ে দেয়া হবে টিকা দেয়ার সময়।

[৩] প্রথম ধাপ দ্বিতীয় ধাপ বলে কিছু নেই, টিকাদান চলতেই থাকবে। এখনো চালু হয়নি সুরক্ষা অ্যাপ, নিবন্ধন করতে হবে ওয়েবসাইটে।

[৪] স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম জানান, সকাল ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ভ্যাকসিন দেওয়া হবে। তবে প্রথম দিন নানা আনুষ্ঠানিকতা থাকায় সময় কিছুটা শিথিল হবে। সারাদেশে কাজ করবে দুই হাজার চারশটি টিম। প্রতিটি টিমের ১৫০ জনকে টিকা দেয়ার সক্ষমতা রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে কমবেশি হতে পারে।

[৫] মহাপরিচালক বলেন, ঢাকায় ৫০টি হাসপাতালে কাজ করবে ২০৪টি টিম, ঢাকার বাইরে ৯৫৫টি হাসপাতালে ২১৯৬টি টিম। আর প্রস্তুত রয়েছে ৭ হাজার ৩শ’ ৪০টি টিম।

[৬] অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, কর্মসূচি উদ্বোধনের পর স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক রাজধানীর গাস্ট্রোলিভার হাসপাতালে টিকা নেবেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ভ্যাকসিন নেওয়ার মাধ্যমে জনসাধারণকে উদ্বুদ্ধ করবেন। একই দিনে রাজধানীর বিভিন্ন হাসপাতালে জনপ্রতিনিধিরা ভ্যাকসিন নিবেন।

[৭] মহাপরিচালক বলেন, যারা নিবন্ধন করতে পারবেন না, তারা কেন্দ্রে এসে ফরম পূরণ করতে পারবেন। তাদের এসএমএস-এর মাধমে টিকা নেয়ার তারিখ জানিয়ে দেওয়া হবে।

[৮] অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা জানান, প্রথম ডোজের পর এসএমএস করে দ্বিতীয় ডোজের তারিখে জানিয়ে দেওয়া হবে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়