শাহিন হাওলাদার: [২] ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বলেন, পাকিস্তান আমলে মানুষের ভাষা সচেতনতা বেশি ছিলো। প্রত্যেকেই তাদের বাসার সাইনবোর্ড বাংলায় করার জন্য আগ্রহী ছিলো। এখন মনে হয়, সহজেই বাংলা ভাষা পাওয়ার কারণে নিজেরাই এর মর্যাদা নষ্ট করছি।
[৩] শিক্ষাপ্রতিষ্ঠানে, বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ে বাংলার গৌরব-ঐতিহ্য সম্পর্কে শিক্ষা দিতে হবে।
[৪] প্রাথমিক বিদ্যালয় থেকে বাংলা ভাষায় শিক্ষা ব্যবস্থা চালু করা বঙ্গবন্ধুর স্বপ্ন ছিলো, সেই স্বপ্ন আমরা এখনও বাস্তবায়ন করতে পারিনি, এটা আমদের জন্য অত্যন্ত লজ্জাজনক।
[৫] বঙ্গবন্ধু এতো কষ্ট করে আমাদের যে স্বাধীন বাংলাদেশ দিয়ে গেলেন সেই দেশে বাংলা ভাষাকে আমরা কতোটুকু মর্যাদা দিতে পেরেছি। এখনও আমরা উচ্চ আদালতে বাংলা ভাষা প্রতিষ্ঠা করতে পারিনি। উচ্চশিক্ষায় আমরা ভালোভাবে বাংলা ভাষা ব্যবহার করতে পারছি না। সকল সীমাবদ্ধতাকে কাটিয়ে ওঠে মুক্তিযুদ্ধের চেতনাকে বাস্তবায়ন করতে হবে।
[৬] বাংলা ভাষাকে সকল ক্ষেত্রে প্রতিষ্ঠা করার জন্য বঙ্গবন্ধু নিজেই অনেক পরামর্শ ও নির্দেশনা দিয়ে গেছেন। তিনি বলেছিলেন, পরিভাষার জন্য অপেক্ষা করার প্রয়োজন নেই। যেখানে পরিভাষার প্রয়োজন আছে, সেখানে পরিভাষার জন্য বোর্ড গঠনের কথা বলুন। স্বাধীনতার পরপরই তিনি সকল ক্ষেত্রে বাংলা ভাষাকে প্রাধান্য দিতে বলেন। কিন্তু তা বাস্তবায়ন করতে পেরেছি আমরা? সম্পাদনা: রায়হান রাজীব