শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:১৫ সকাল
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বগুড়ায় হোমিও হলের গোডাউনে অভিযান

ডেস্ক রিপোর্ট: বগুড়ায় মাদকবিরোধী অভিযানে পুলিশ একটি হোমিও হলের গোডাউন থেকে বিপুল পরিমাণ রেকটিফায়েড স্পিরিটসহ অন্যান্য রাসায়নিক দ্রব্যাদি জব্দ করেছে। সময় টিভি

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে শহরের নাটাইপাড়া করতোয়া হোমিও হলের গোডাউনে অভিযান চালায় সদর থানা পুলিশ। এ সময় গোডাউন থেকে দেড় হাজার লিটার অ্যালকোহলসহ অন্যান্য রাসায়নিক পদার্থ জব্দ করে।

এর আগে অবৈধ রেকটিফায়েড স্পিরিট বিক্রির অপরাধে গত ৩ ফেব্রুয়ারি হোমিও হলের মালিক শহিদুল ইসলামকে পুলিশ গ্রেফতার করে। তার স্বীকারোক্তিতে তার গোডাউনে অভিযান চালানো হয় বলে পুলিশ জানায়।

এদিকে গত ২ ফেব্রুয়ারি পুলিশ বগুড়া শহরের করতোয়া, মুন, পারুল এবং হাসান হোমিও হলের মালিককে গ্রেফতার করে ২ দিন করে রিমান্ড নিয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) ফয়সাল মাহমুদ।

উল্লেখ্য, বগুড়ায় বিষাক্ত মদ পানে সম্প্রতি ১৪ জনের মৃত্যুর হয়। এ ঘটনায় করতোয়া হোমিও হলের সংশ্লিষ্টতা পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ।

গত ৩১ জানুয়ারি রাতে শহরের তিনমাথা এলাকার খান হোমিওপ্যাথি, পারুল হোমিও ও পুনম হোমিও দোকান থেকে মদ কিনে পান করেন ১৫-২০ জন। বাসায় ফেরার পর তারা অসুস্থ হয়ে পড়েন। একের পর একজনকে নেওয়া হয় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে। মঙ্গলবার পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় মারা যান ১৪ জনে। লোকলজ্জার ভয়ে হাসপাতালে না গেলেও গুরুতর অসুস্থ আছে বেশ কয়েকজন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়