শিরোনাম
◈ লটারিতে নির্ধারিত ৬৪ জেলার এসপি: সুষ্ঠু নির্বাচনে সরকারের নতুন উদ্যোগ ◈ মোহাম্মদপুরে ছেলেকে কুপিয়ে হত্যা, বাবা গুরুতর আহত ◈ জাতীয় অর্থনীতি ও কৌশলগত সম্পদে সিদ্ধান্ত নেওয়ার অধিকার শুধু জনগণের নির্বাচিত সরকারের: তারেক রহমান ◈ হাসিনার সঙ্গে যোগাযোগ সম্পর্কে যা বললেন আইনজীবী পান্না ◈ দক্ষিণ এশিয়ায় জলবায়ু বিপর্যয়ের সতর্কবার্তা: ৯০% বাংলাদেশি উচ্চ ঝুঁকিতে ◈ নতুন আইনে বাতিল হচ্ছে অসংখ্য দলিল, রয়েছে জেল ও অর্থদণ্ড ◈ পুলিশ ভেরিফিকেশন বাতিল: পাসপোর্টের নতুন নিয়মে চমক ◈ আনন্দ বেদনার নারী কাবাডি বিশ্বকাপের পর্দা নাম‌লো ◈ মব ভাইরাসের তাণ্ডবে অতিষ্ট দেশ: ইসলামী বক্তা তাহেরী (ভিডিও) ◈ অনলাইন মার্কেটপ্লেসে নতুন দিগন্ত: অ্যামাজন-ইবে হয়ে রপ্তানির অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:১৫ সকাল
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বগুড়ায় হোমিও হলের গোডাউনে অভিযান

ডেস্ক রিপোর্ট: বগুড়ায় মাদকবিরোধী অভিযানে পুলিশ একটি হোমিও হলের গোডাউন থেকে বিপুল পরিমাণ রেকটিফায়েড স্পিরিটসহ অন্যান্য রাসায়নিক দ্রব্যাদি জব্দ করেছে। সময় টিভি

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে শহরের নাটাইপাড়া করতোয়া হোমিও হলের গোডাউনে অভিযান চালায় সদর থানা পুলিশ। এ সময় গোডাউন থেকে দেড় হাজার লিটার অ্যালকোহলসহ অন্যান্য রাসায়নিক পদার্থ জব্দ করে।

এর আগে অবৈধ রেকটিফায়েড স্পিরিট বিক্রির অপরাধে গত ৩ ফেব্রুয়ারি হোমিও হলের মালিক শহিদুল ইসলামকে পুলিশ গ্রেফতার করে। তার স্বীকারোক্তিতে তার গোডাউনে অভিযান চালানো হয় বলে পুলিশ জানায়।

এদিকে গত ২ ফেব্রুয়ারি পুলিশ বগুড়া শহরের করতোয়া, মুন, পারুল এবং হাসান হোমিও হলের মালিককে গ্রেফতার করে ২ দিন করে রিমান্ড নিয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) ফয়সাল মাহমুদ।

উল্লেখ্য, বগুড়ায় বিষাক্ত মদ পানে সম্প্রতি ১৪ জনের মৃত্যুর হয়। এ ঘটনায় করতোয়া হোমিও হলের সংশ্লিষ্টতা পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ।

গত ৩১ জানুয়ারি রাতে শহরের তিনমাথা এলাকার খান হোমিওপ্যাথি, পারুল হোমিও ও পুনম হোমিও দোকান থেকে মদ কিনে পান করেন ১৫-২০ জন। বাসায় ফেরার পর তারা অসুস্থ হয়ে পড়েন। একের পর একজনকে নেওয়া হয় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে। মঙ্গলবার পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় মারা যান ১৪ জনে। লোকলজ্জার ভয়ে হাসপাতালে না গেলেও গুরুতর অসুস্থ আছে বেশ কয়েকজন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়