শিরোনাম
◈ জমি রেজিস্ট্রেশনে স্বচ্ছতা আনতে নতুন নিয়ম: ১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর ◈ বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব তুলে ধরলো সরকার (ভিডিও) ◈ জয় ও পলকের বিরুদ্ধে আনা তিন অভিযোগে যা আছে ◈ প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ স্থগিত, রোববার থেকে বার্ষিক পরীক্ষা ◈ উত্তরার সাত থানায় নতুন ওসি নিয়োগ: নির্বাচনকে সামনে রেখে বড় রদবদল ◈ লন্ডন থেকে রওনা হচ্ছেন জোবাইদা রহমান, ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্স পৌঁছাতে 'বিলম্ব হবে' ◈ যুক্তরাজ্যের বহু বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি–পাকিস্তানি শিক্ষার্থী ভর্তি স্থগিত, ভর্তিতে বিধিনিষেধ দিয়েছে যারা ◈ দেশে এলো তারেক রহমানের ‘বিশেষ সুবিধাসম্পন্ন’ ২ কোটি ৭৬ লাখ টাকার গাড়ি! ◈ এবার নিজের নামে ভুয়া মাহফিলের প্রচারণায় ক্ষোভ প্রকাশ করলেন ড. মিজানুর রহমান আজহারী ◈ গুম মামলার শুনানিতে তাজুল–পান্না বাগবিতণ্ডা, ট্রাইব্যুনালের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণ

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:১৫ সকাল
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বগুড়ায় হোমিও হলের গোডাউনে অভিযান

ডেস্ক রিপোর্ট: বগুড়ায় মাদকবিরোধী অভিযানে পুলিশ একটি হোমিও হলের গোডাউন থেকে বিপুল পরিমাণ রেকটিফায়েড স্পিরিটসহ অন্যান্য রাসায়নিক দ্রব্যাদি জব্দ করেছে। সময় টিভি

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে শহরের নাটাইপাড়া করতোয়া হোমিও হলের গোডাউনে অভিযান চালায় সদর থানা পুলিশ। এ সময় গোডাউন থেকে দেড় হাজার লিটার অ্যালকোহলসহ অন্যান্য রাসায়নিক পদার্থ জব্দ করে।

এর আগে অবৈধ রেকটিফায়েড স্পিরিট বিক্রির অপরাধে গত ৩ ফেব্রুয়ারি হোমিও হলের মালিক শহিদুল ইসলামকে পুলিশ গ্রেফতার করে। তার স্বীকারোক্তিতে তার গোডাউনে অভিযান চালানো হয় বলে পুলিশ জানায়।

এদিকে গত ২ ফেব্রুয়ারি পুলিশ বগুড়া শহরের করতোয়া, মুন, পারুল এবং হাসান হোমিও হলের মালিককে গ্রেফতার করে ২ দিন করে রিমান্ড নিয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) ফয়সাল মাহমুদ।

উল্লেখ্য, বগুড়ায় বিষাক্ত মদ পানে সম্প্রতি ১৪ জনের মৃত্যুর হয়। এ ঘটনায় করতোয়া হোমিও হলের সংশ্লিষ্টতা পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ।

গত ৩১ জানুয়ারি রাতে শহরের তিনমাথা এলাকার খান হোমিওপ্যাথি, পারুল হোমিও ও পুনম হোমিও দোকান থেকে মদ কিনে পান করেন ১৫-২০ জন। বাসায় ফেরার পর তারা অসুস্থ হয়ে পড়েন। একের পর একজনকে নেওয়া হয় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে। মঙ্গলবার পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় মারা যান ১৪ জনে। লোকলজ্জার ভয়ে হাসপাতালে না গেলেও গুরুতর অসুস্থ আছে বেশ কয়েকজন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়