শিরোনাম
◈ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে আসনগুলোতে লড়বে জামায়াত, দেখুন তালিকা ◈ উত্তরায় সাততলা ভবনে আগুন, ৩ জনের মৃত্যু ◈ ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মাচা‌দো নি‌জের পাওয়া নোবেল পদক ট্রাম্পকে উপহার দিলেন ◈ কোপা দেল রের কোয়ার্টার-ফাইনালে উঠলো বার্সেলোনা ◈ ইরানের ক্ষমতা পেলে ইসরায়েলকে স্বীকৃতি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্কের ঘোষণা রেজা পাহলভির ◈ আমেরিকা নতুন ভিসা নীতি ঘোষণা: বিশ্বকাপে নামতে পারবে ব্রা‌জিল, কল‌ম্বিয়া ও  মিশর ◈ পোস্টাল ব্যালটে ভোটের জন্য দেশ ও প্রবাসী ১৫ লাখ ভোটারের নিবন্ধন ◈ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার দীর্ঘ যানজট, ভোগান্তিতে যাত্রীরা ◈ টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অচলাবস্থা, বাংলাদেশে আসছে আইসিসির প্রতিনিধি দল ◈ সেতু থেকে ১৬ মাসের সন্তানকে ফেলে দিয়ে থানায় মায়ের আত্মসমর্পণ

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:১৫ সকাল
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বগুড়ায় হোমিও হলের গোডাউনে অভিযান

ডেস্ক রিপোর্ট: বগুড়ায় মাদকবিরোধী অভিযানে পুলিশ একটি হোমিও হলের গোডাউন থেকে বিপুল পরিমাণ রেকটিফায়েড স্পিরিটসহ অন্যান্য রাসায়নিক দ্রব্যাদি জব্দ করেছে। সময় টিভি

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে শহরের নাটাইপাড়া করতোয়া হোমিও হলের গোডাউনে অভিযান চালায় সদর থানা পুলিশ। এ সময় গোডাউন থেকে দেড় হাজার লিটার অ্যালকোহলসহ অন্যান্য রাসায়নিক পদার্থ জব্দ করে।

এর আগে অবৈধ রেকটিফায়েড স্পিরিট বিক্রির অপরাধে গত ৩ ফেব্রুয়ারি হোমিও হলের মালিক শহিদুল ইসলামকে পুলিশ গ্রেফতার করে। তার স্বীকারোক্তিতে তার গোডাউনে অভিযান চালানো হয় বলে পুলিশ জানায়।

এদিকে গত ২ ফেব্রুয়ারি পুলিশ বগুড়া শহরের করতোয়া, মুন, পারুল এবং হাসান হোমিও হলের মালিককে গ্রেফতার করে ২ দিন করে রিমান্ড নিয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) ফয়সাল মাহমুদ।

উল্লেখ্য, বগুড়ায় বিষাক্ত মদ পানে সম্প্রতি ১৪ জনের মৃত্যুর হয়। এ ঘটনায় করতোয়া হোমিও হলের সংশ্লিষ্টতা পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ।

গত ৩১ জানুয়ারি রাতে শহরের তিনমাথা এলাকার খান হোমিওপ্যাথি, পারুল হোমিও ও পুনম হোমিও দোকান থেকে মদ কিনে পান করেন ১৫-২০ জন। বাসায় ফেরার পর তারা অসুস্থ হয়ে পড়েন। একের পর একজনকে নেওয়া হয় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে। মঙ্গলবার পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় মারা যান ১৪ জনে। লোকলজ্জার ভয়ে হাসপাতালে না গেলেও গুরুতর অসুস্থ আছে বেশ কয়েকজন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়