মনিরুল ইসলাম: [২] নারী নির্যাতন মামলার সুষ্ঠু তদন্তের দাবিতে রাজধানীতে মানববন্ধন করেছে বাংলাদেশ মেনস রাইটস ফাউন্ডেশন।
[৩] বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
[৪] মানববন্ধনে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের চেয়ারম্যান শেখ খায়রুল আলম। আরও বক্তব্য রাখেন ফাউন্ডেশনের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা প্রকৌশলী মাজহারুল মান্নান মিয়া, ঢাকা মহানগরের আহ্বায়ক তাইফুল ইসলাম, আনোয়ার হোসেন, মহিউদ্দিন মিয়া প্রমুখ। শেখ খায়রুল আলম বলেন, ২০১৬ সালের ৩ ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে প্রথম পুরুষ নির্যাতনের প্রতিবাদে আমরা দাঁড়িয়েছিলাম। সেজন্য এ দিনটিকে পুরুষ নির্যাতন প্রতিরোধ দিবস হিসেবে পালন করি।
[৫] তিনি বলেন, গত পাঁচ বছরেও পুরুষ নির্যাতন কমেনি। বরং অনেক বেড়ে গেছে। পরকীয়ায় আসক্ত ও অবাধ্য স্ত্রীকে শাসন করতে গেলেই স্বামীর বিরুদ্ধে মিথ্যা নারী নির্যাতন মামলা দিচ্ছে। মামলায় সাক্ষী দেওয়া হচ্ছে বাদীর অর্থাৎ স্ত্রীর নিকটাত্মীয়।