হারুন-অর-রশীদ: [২] “টেকসই উন্নয়ন সমৃদ্ধ দেশ, নিরাপদ খাদ্যের বাংলাদেশ। মুজিববর্ষে এই হোক আমাদের অঙ্গিকার” এই শ্লোগান নিয়ে ফরিদপুরে জাতীয় নিরাপদ খাদ্য দিবস উদযাপন উপলক্ষে খাদ্য নিরাপত্তা শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
[৩] জেলা প্রশাসনের সার্বিক সহযোগীতায় এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
[৪] অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায়ের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক অতুল সরকার।
[৫] অনুষ্ঠানে মুল প্রবন্ধ উপস্থাপন করার পাঁশাপাশি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এর মাধ্যমে খাদ্যের গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা দীপঙ্কর দত্ত।