শিরোনাম
◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয় ◈ কত টাকার বিনিময়ে মানববন্ধনে এসেছেন তারা, এদের পরিচয় কী? আরো যা জানাগেল (ভিডিও) ◈ ঠাকুরগাঁও সীমান্তে আবারো বিএসএফের ‘পুশ ইন’, ৬ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি ◈ বি‌সি‌বি ও বি‌সি‌সিআই সর্বসম্ম‌তিক্রমে সি‌রিজ স্থ‌গিত কর‌লো, আগ‌স্টে আস‌ছে না ভারত

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০২১, ১১:০৪ দুপুর
আপডেট : ০২ ফেব্রুয়ারি, ২০২১, ১১:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাসুদ হাসান : জয়াকে এবার ‘পেটুক’ হতে হবে!

মাসুদ হাসান : জয়া আহসানকে এবার ডায়েট ভুলে প্রচুর খেতে হবে। হ্যাঁ, এবার এমনটাই করতে হবে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে। কলকাতায় নির্মিত হচ্ছে ‘চালচিত্র’ নামে চলচ্চিত্র। এই চলচ্চিত্রের একটি চরিত্রে অভিনয় করবেন জয়া। আর সেই চরিত্রের জন্যই তাকে প্রচুর খেতে হবে। এই গল্পে- গ্রামের এক মেয়ে, যে খেতে খুব ভালোবাসে। যা পায়, সে তাই খায়। যখন সে কিছু পায় না, তখন চুরি করে খায়। তারপর তাকে গ্রাম থেকে বিতারিত করা হয়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি ছোট গল্পের কাহিনি এটি।

এই চলচ্চিত্রের ‘পেটুক’ মেয়ের চরিত্রে অভিনয় করবেন জয়া। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন সব্যসাচী চক্রবর্তী। এটি পরিচালনা করছেন চিত্র ভানু বসু। কয়েকদিন আগে কলকাতার একটি পাঁচতারা রেস্তোরাঁয় ওটিটি প্ল্যাটফর্ম হিপ্পিক্সর উদ্বোধনী অনুষ্ঠানে নতুন এই চলচ্চিত্রের ঘোষণা দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন চলচ্চিত্রটির মূখ্য অভিনেত্রী জয়া আহ্সান, ঋতুপর্ণা সেনগুপ্ত প্রমুখ।

চলচ্চিত্রটির প্লট অনুযায়ী জয়া আহ্সানকে পেটুক হতে হবে। তাকে প্রচুর খাবার খেতে হবে। জয়া বিষয়টি কীভাবে নিয়ন্ত্রণ করবেন? জবাবে তিনি বলেন- আমি ভীষণ খেতে ভালোবাসি। আপনি সিনেমাটি দেখলে বুঝতে পারবেন আমি ডায়েট কনসাশ কিনা। এ চলচ্চিত্রে জয়া আহসানকে বেছে নেওয়া প্রসঙ্গে পরিচালক চিত্র ভানু বসু বলেন- জয়ার মধ্যে গ্রাম্য লুক ধরে রাখার ক্ষমতা আছে। ‘বিসর্জন’, ‘বিজয়া’, ‘দেবী’-এর মতো সিনেমা করেছে, জয়া নিজের স্টারডম ভেঙে ফেলতে পারে। :ডেইলি বাংলাদেশ

  • সর্বশেষ
  • জনপ্রিয়