আব্দুল্লাহ যুবায়ের: [২] মার্কিন অ্যাটর্নি অ্যালান ডারশোয়েটজ কুশনার ও তার ডেপুটি অভি বেরকোয়েটজকে এ পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছেন। দ্য গার্ডিয়ান, দ্য জেরুজালেম পোস্ট
[৪]অ্যালান বলেন, আরব আমিরাত, বাহরাইন, সুদান ও মরোক্কোর সঙ্গে ইসরায়েলের শান্তিপূর্ণ অবস্থানে তাদের ভূমিকা উল্লেখযোগ্য।
[৫] জারেড কুশনার হোয়াইট হাউসের সাবেক সিনিয়র উপদেষ্টা।
[৬] ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু ও আরব আমিরাতের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন জায়েদকে মনোনয়ন দিয়েছেন নর্দার্ন আয়ারল্যান্ডের প্রথম ফার্স্ট মিনিস্টার লর্ড ডেভিড ট্রাইম্বেল। মঙ্গলবার দেশটির প্রধানমন্ত্রীর অফিস এ বিষয়টি নিশ্চিত করেছে।
[৭]বাইডেন প্রশাসন আশা প্রকাশ করছে,তারা ট্রাম্পের পররাষ্ট্রনীতি বাতিল করে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে নতুন করে সম্পর্ক গড়তে পারবে। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল