শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২১, ০২:৫৯ রাত
আপডেট : ৩১ জানুয়ারী, ২০২১, ০২:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সোহাগ গাজী-মোসাদ্দেকদের পিটিয়ে বাংলা টাইগার্সকে জেতালেন আফিফ

রাহুল রাজ: [২] টি-টেন লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পেল বাংলা টাইগার্স। আজ টুর্নামেন্টের সপ্তম ম্যাচে মোসাদ্দেক হোসেন সৈকতের মারাঠা অ্যারাবিয়ান্সকে ৬ উইকেটে হারিয়েছে আফিফের দল।

[৩] আবু ধাবিতে টস হেরে আগে ব্যাটিং করতে নামে মোসাদ্দেকের মারাঠা। দুই ওপেনার মোহাম্মদ হাফিজ ও আব্দুল শাকুরের ব্যাটে বিনা উইকেটে ১০ ওভারে ১০৩ রান সংগ্রহ করে মারাঠা। কোন উইকেট না হারালেও রান খুব বেশি করতে পারেনি তারা। হাফিজ ৩০ বলে ৬১* রান করলেও আরেক ওপেনার আব্দুল শাকুর ৩০ বলে করেন মাত্র ৩৪ রান।

[৪] জবাবে ব্যাটিং করতে নেমে ঝড়ো সূচনা করেন বাংলা টাইগার্স অধিনায়ক আন্দ্রে ফ্লেচার। বোলিংয়ে এসে তৃতীয় ওভারে ওপেনার জনসন চার্লসকে ফেরান মুক্তার আলী। তবে এরপর ব্যাটিংয়ে নেমে ঝড় তোলেন সহ অধিনায়ক আফিফ।

[৫] ১৬ বলে ৩১ রান করে সোহাগ গাজীর বলে ফেরেন ফ্লেচার। ১০ বলে ২ ছক্কা ও ১ বাউন্ডারিতে ২২ রান করে ফেরেন আফিফ। এতেই জয়ের ভিত পায় টাইগার্সরা। শেষ দিকে চিরাগ সুরির ৭ বলে ১৯ রানে ৬ উইকেট হাতে রেখেই ৮ ওভারে জয় তুলে বাংলা টাইগার্স।

[৬] মারাঠার হয়ে ১ টি করে উনি নেন সোহাগ গাজী ও মুক্তার আলী। ১ ওভারে ২০ রান দেন মোসাদ্দেক।

[৭] সংক্ষিপ্ত স্কোর : মারাঠা অ্যারাবিয়ান্স ১০৩/০(১০ ওভার)
হাফিজ ৬১(৩০)*, শাকুর ৩৪(৩০)*
বাংলা টাইগার্স ১০৪/৪(৮ ওভার)
ফ্লেচার ৩১(১৬), আফিফ ২২(১০)
মুক্তার ১/১৩, সোহাগ গাজী ১/১৭
- ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়