নুর উদ্দিন মুরাদ: [২] 'বঙ্গবন্ধুর সংগঠন আওয়ামী লীগ আজকে পথহারা' উল্লেখ করে নোয়াখালীর বসুরহাট পৌরসভার আলোচিত মেয়র আবদুল কাদের মির্জা বলেন, চট্টগ্রামের নির্বাচন সুষ্ঠু হয়নি বরং রক্তপাত হয়েছে। এটা কি মেনে নেয়া যায়? । তিনি বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকালে ইউএসএ নিউজ অনলাইনকে দেয়া এক অনলাইন সাক্ষাতকারে এ মন্তব্য করেন।
[৩] চট্টগ্রামের নির্বাচন কি সুষ্ঠু হয়েছে? এমন প্রশ্ন করা হলে কাদের মির্জা বলেন, প্রশ্নই উঠে না। কিসের সুষ্ঠু হয়েছে? মায়ের বুক খালি হয়েছে। সেখানে জোর করে ইভিএম ব্যবহার করে একজন প্রার্থীর পক্ষে ভোট নিয়েছে।
[৪] আবদুল কাদের মির্জা আরও বলেন, 'আপনি মানুষের চোখে ধুলা দিয়ে কতোদিন টিকে থাকবেন। এটা চলতে পারে না। আজকে বাংলাদেশে নির্বাচন ব্যবস্থার পরিবর্তন করতে পারে একমাত্র জননেত্রী শেখ হাসিনা'।
[৫] বঙ্গবন্ধু স্বাধীনতা দিয়ে গেছে উল্লেখ করে কাদের মির্জা বলেন, শেখ হাসিনা মানুষের ভাতের অধিকার প্রতিষ্ঠিত করেছে। আজকে ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে শেখ হাসিনাকেই। এটার বিকল্প নেই, বিকল্প নেতৃত্বও নেই। সে যোগ্যতা, সৎ সাহস কারো নেই, একমাত্র শেখ হাসিনার আছে।
[৬] প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রতি কমিটেড উল্লেখ করে মেয়র আবদুল কাদের মির্জা বলেন, উন্নয়নে শেখ হাসিনা আজকে বিশ্বের রোল মডেল।