নূর মোহাম্মদ : প্রায় চার বছর আগে আশুরা উপলক্ষে রাজধানীর হোসনি দালানের শোক মিছিলে জঙ্গি হামলা মামলার আসামি আরমান ওরফে মনিরকে জামিন দেয়নি হাইকোর্ট।
বুধবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. বদরুজ্জামানের বেঞ্চ তার জামিন আবেদন খারিজ করে দেন।
২০১৫ সালের ২৪ অক্টোবর আশুরা উপলক্ষে হোসনি দালানের শোক মিছিলে গ্রেনেড হামলা চালায় জঙ্গিরা। ওই ঘটনায় একজন নিহত ও শতাধিক ব্যক্তি আহত হয়।
পুলিশ চকবাজার থানায় ঘটনার পরের দিন মামলা করে। তদন্ত শেষে ২০১৬ সালের ২১ এপ্রিল ১০ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়।