ফুয়াদ আদনানা বিন জামাল: আমার মতে যারা সেলিব্রিটি সর্বপোরি মিডিয়া জগত হতে রাজনীতিতে এসেছে বিশেষ করে আওয়ামী লীগের উপ-কমিটিতে তাদের সবার ই সময় সুযোগ মত আওয়ামী লীগের প্রচার প্রচারনায় সময় দেয়া উচিৎ বিশেষ করে নির্বাচনী প্রচারনায়।এতে ভ্রু কুঁচকে দেখার সময় এখন নেই রাজনীতি তার পরিধি ও পরিসীমার ব্যাপ্তি ঘটিয়েছে।যারা নির্বাচনী প্রচারনায় শ্রম ও মেধা ব্যয় করছেন সেসব মিডিয়া ব্যাক্তিত্ব কেও সাধুবাদ জানাই।
এসব আলোচনা সমালোচনা নিয়ে থাকলে আমাদের মাশরাফির মত একজন ক্রীড়া ব্যাক্তিত্ব কে জনপ্রতিনিধি হিসেবে পেতাম না।যেখানে মাশরিফ ই এখন সততা ও জনদরদী নেতৃত্বের আইকন।বিশ্বের বহু দেশ তথা উপমহাদেশে মিডিয়া ব্যাক্তিত্ব সর্বোপরী সো-বিজের ব্যাক্তি দের বিভিন্ন রাজনৈতিক প্রচার প্রচারনায় অংশ গ্রহনে দেখা গিয়েছে তথা এখনও এ ধারা অব্যাহত আছে।
আমি আওয়ামী লীগের উপ-কমিটিতে সদস্য হওয়া ফেরদৌস ভাই,সুইটি আপা সহ অন্যান্য ব্যাক্তিবর্গ আছেন শো-বিজ তথা মিডিয়া জগতের যারা প্রচার প্রচারনা করছেন তাদের ধন্যবাদ জানাই।
সেলিব্রিটিরা রাজনীতি সচেতন হলে সত্য প্রচার করলে তা প্রান্তিক পর্যায়ে পৌছায় যা হয়তো আমি সারাদিন মাইক দিয়ে বললেও পাবলিক ইতিবাচক নাও নিতে পারে।
জয় বাংলা জয় বঙ্গবন্ধু।
ফেসবুক থেকে