শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে ◈ আফগা‌নিস্তা‌নের স‌ঙ্গে চাপের মুহুর্তে নাসুম ও মুস্তাফিজের বোলিং দেখে অবাক পা‌কিস্তা‌নের রমিজ রাজা  ◈ আফগানিস্তানকে হারা‌নোর ফ‌লে আইসিসি টি-‌টো‌য়ে‌ন্টি র‌্যাং‌কিং‌য়ে বাংলাদেশের উন্ন‌তি ◈ দুবাইয়ে বিমানের যান্ত্রিক ত্রুটি, আটকা ১৭৮ যাত্রী ◈ প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করতে নিউইয়র্ক পুলিশ প্রস্তুত

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২১, ১০:৩৮ দুপুর
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২১, ১০:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রথম পর্যায়ে ৮৫ জন ডাক্তার ও নার্সকে টিকা প্রদান প্রশিক্ষণ

শিমুল মাহমুদ: [২] ঢাকা দক্ষিণ সিটি করপোরশনের (ডিএসসিসি) ব্যবস্থাপনায় সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ), ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ও মুগদা জেনারেল হাসপাতালের ৮৫ জন ডাক্তার ও নার্সকে এ প্রশিক্ষণ দেওয়া হয়।

[৩] নগর ভবনের মেয়র মোহাম্মদ হানিফ মিলনায়তনে সকাল ১০টায় থেকে করোনাভাইরাসের ভ্যাকসিন প্রদান সংক্রান্ত প্রশিক্ষণ চলে দুপুর ২টা পর্যন্ত।

[৪] ডিএসসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বিগ্রেডিয়ার জেনারেল শরীফ আহমেদ সাংবাদিকদের জানান, আগামী ২৭ জানুয়ারি করোনার টিকা কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পরের দিন থেকে রাজধানীর পাঁচটি হাসপাতালে ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে। এর মধ্যে ডিএসসিসিরি মধ্যে পড়ে এমন তিনটি হাসপাতালের চিকিৎসক এবং সেবিকাদের একটা প্রশিক্ষণের আয়োজন করেছি।

[৫] তিনি বলেন, আজকে এই প্রশিক্ষণ কর্মসূচি শুরু হলো, পর্যায়ক্রমে আমাদের আরও টিমকে এই প্রশিক্ষণ কার্যক্রমের আওতায় আনা হবে।

[৬] এক দিনের প্রশিক্ষণ পর্যাপ্ত কি না এমন প্রশ্নে মো. শরীফ আহমেদ বলেন, এটা মূলত মাংসপেশিতে দেয়ার মতো একটা ভ্যাকসিন। এটা জটিল কোনো বিষয় না। এই বিষয়ে একদিনের প্রশিক্ষণই মনে করি গুড এনাফ। এর মাধ্যমেই তাদের প্রশিক্ষিত করা হবে।

[৭] তিনি আরো বলেন, আমরা আমাদের চিকিৎসকদের স্বাস্থ্য অধিদফতর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহায়তায় মাস্টার ট্রেইনার করে নিয়ে এসেছি। যারা এখন মাস্টার ট্রেইনার হিসেবে আসছেন। তারাই আজকে মূলত প্রশিক্ষণ দিচ্ছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়