শিরোনাম
◈ ক্রিকেটার জা‌ভেদ মিয়াঁদাদ আমার বিয়ে বরবাদ করে দিয়েছিলেন, প্রথম বিয়ে নিয়ে অ‌ভি‌নেতা আমির খান ◈ দে‌শের রাজনী‌তি‌তে এনসিপি কি 'মব' দিয়ে প্রভাব বিস্তার করতে চায়? ◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২১, ০৩:১০ রাত
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২১, ০৩:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাদকের টাকা যোগাতে চুরি-ডাকাতি

ডেস্ক রিপোর্ট: ফাঁকা বাসা কিংবা দোকান। এ সুযোগেই তালা ভেঙে সবকিছু নিয়ে চলে যাচ্ছে একটি চক্র। সম্প্রতি রাজধানীতে বেড়ে গেছে এসব চুরি ছিনতাই ও ডাকাতির ঘটনা। পুলিশ বলছে, মাদকের টাকা যোগাতে এসব কাজ করে ২০ থেকে ২৫ বছর বয়সি কিছু যুবক। তাদের ধরতে অভিযান শুরু হয়েছে।

সম্প্রতি রাজধানীর বেশকিছু এলাকায় এসব চুরি ও ডাকাতির ঘটনা বেড়েছে। ছোট ছোট দলে ভাগ হয়ে ফাঁকা বাসা ও দোকানের সাঁটার কেটে চুরি করছে একটি চক্র। চক্রের কয়েকজন জানিয়েছে, মাদকের টাকা যোগাতেই এই কাজ করে থাকে তারা। রাজধানীর বাড্ডা, ফার্মগেট ও তেজগাঁও এলাকায় সক্রিয় তারা।

বেশ কয়েকবার গ্রেপ্তার হলেও, পুনরায় এই পেশায় যুক্ত হয় তারা। এদের পরিচালনা করে এলাকাভিত্তিক বিশেষ মহল। চুরি-ডাকাতির সব মালামাল কিনেও নেয় তারা।

এসব সিঁধেল চোর কিংবা ছিনতাইকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করেছে গোয়েন্দা পুলিশ। ধরা পড়েছে চক্রের ৩৪ সদস্য। গোয়েন্দারা বলছেন, ছোট ছোট দলে ভাগ হয়ে খুব অল্প সময়ে চুরি কিংবা ছিনতাইয়ে দক্ষ এরা।

উত্তরা গোয়েন্দা বিভাগের (ডিএমপি) অতিরিক্ত উপকমিশনার কায়সার রিজভী কোরায়েশী বলেন, "যেই বাসাটা টার্গেট করে সেটা নিয়ে রেকি করে তারা। একটি কাজ করতে গেলে কমপক্ষে ৩-৪ জন লোক থাকে তারা।"

গোয়েন্দারা জানান, চুরি-ছিনতাই থেকে শুরু করে বড় ধরনের ডাকাতিতেও জড়ায় এরা। এদের পরিচালনাকারীদের ধরার চেষ্টা চলছে।

উত্তরা গোয়েন্দা বিভাগের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার কাজী শফিকুল আলম বলেন, "এই ছোট খাটো চুরি যে ডাকাতির পর্যায়ে চলে যায় এটা তারা বুঝতেই পারে না। অনেক সময় না বুঝেই এগুলো করে তারা।"

পুলিশ বলছে, এ ধরনের চুরি-ছিনতাই প্রতিরোধে দরকার সবার সচেতনতা। এছাড়া দারোয়ান বা মালি নিয়োগে সতর্কতার পাশাপাশি থানায় তাদের তথ্য দেয়ার পরামর্শ দিয়েছে পুলিশ।ডিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়