শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২১, ০৬:২৮ সকাল
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২১, ০৬:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাজাহানপুরে তালাকপ্রাপ্তা নারীর মাথা ন্যাড়া করায় ভাসুর ও শশুর গ্রেপ্তার

আবদুল ওহাব : বগুড়ার শাজাহানপুরে তালাকপ্রাপ্তা এক নারীর মাথা ন্যাড়া করে দেয়ার অভিযোগে শ্বশুর ও ভাসুরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার সুজাবাদ উত্তরপাড়ার মৃত তজমল আলীর ছেলে শ্বশুর ইয়াছিন আলী (৫৮) এবং ভাসুর আইদুল ইসলাম (৩০)।

রবিবার ২৪ জানুয়ারী অভিযোগ দায়েরের পর সন্ধ্যায় তাদেরকে গ্রেফতার করা হয়। মামলার তকর্মকর্তা এসআই আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেন।

মামলার বাদী ওই নারী জানান, ৫ বছর আগে উপজেলার সুজাবাদ উত্তরপাড়ার ইয়াছিন আলীর ছেলে সুমনের সাথে তার বিয়ে হয়। সংসার জীবনে তাদের ঘড়ে আসে দুই সন্তান। পারিবারিক কলহের জের ধরে গত ২৪ শে মার্চ তাদের মধ্যে ডিভোর্স হয়। ডিভোর্সের পর তিনি শিশুপুত্রকে নিয়ে উপজেলার ভান্ডারপাইকা উত্তরপাড়ায় তার বাবার বাড়িতে থাকেন। মাঝে মধ্যে সুমন তার ছেলেকে দেখতে আসতেন।

তিনি আরও জানান, এরই ধারাবাহিকতায় শনিবার বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার মাদলা চাঁচাইতারা বন্দরে সুমনের কম্পিউটার দোকানে ছেলে ইশানকে নিয়ে যেতে বলে। তার কথামতো ছেলেকে নিয়ে সুমনের দোকানে পৌঁছালে পূবর্ পরিকল্পিতভাবে স্বামী, শ্বশুর ও ভাসুর জোর করে দোকান ঘরের শাটার নামিয়ে দিয়ে এলোপাতাড়ি কিল, ঘুষি মারে। একপর্যায়ে সামাজিকভাবে অপমান অপদস্ত করার জন্য তারা তাকে পেছন দিক থেকে দুই হাত চেপে ধরে মাথা ন্যাড়া করে দেয়। চিৎকার দিলে তারা তাকে মেরে ফেলার হুমকি দেয়। চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে তারা দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় ওই দিন রাতে স্বামী, শ্বশুর ও ভাসুরকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।

এসআই আব্দুর রাজ্জাক জানান, স্বামী পরিত্যক্তা ওই নারীকে মাথা ন্যাড়া করে দিয়ে স্বামী, শ্বশুর ও ভাসুর পলাতক ছিল। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফয়সাল আহমেদের নির্দেশনায় মোবাইল ট্র্যাকিং করে রবিবার ভোর ৫টার দিকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানা এলাকা থেকে শ্বশুর ইয়াছিন আলী ও ভাসুর আইদুল ইসলামকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে এবং স্বামী সুমনকে গ্রেপ্তার করার চেষ্টা চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়