রাশিদ রিয়াজ : ডেনমার্ক-জার্মানিকে সীমান্তে একটি মসজিদের দেওয়ালে আপত্তিকর লেখা লিখেছে দুর্বৃত্তরা। রোববার ফ্যাসিলিটি বিভাগের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেন। মসজিদের এ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট হুরসিত টোকা আনাদোলু এজেন্সিকে বলেন তিনি গত শুক্রবার সন্ধ্যায় আবেনরা মসজিদে নামাজ পড়ে এসেছেন। কিন্তু পরদিন শনিবার সকালে তিনি মসজিদে যেয়ে দেওয়ালে ইসলামের কোরআন শরীফ সম্পর্কে আপত্তিকর লেখা দেখতে পান। মসজিদটি পরিচালিত হয় ড্যানিশ তার্কিশ ইসলামিক ফাউন্ডেশনের অধীনে। করোনাভাইরাসের কারণে মসজিদটি আংশিক বন্ধ রয়েছে। মসজিদ কর্তৃপক্ষ দেওয়ালে এধরনের আপত্তিকর লেখা সম্পর্কে পুলিশকে অবহিত করেছে। পুলিশ ওই এলাকার সারভাইল্যান্স ক্যামেরা পরীক্ষা ও ঘটনার তদন্ত শুরু করেছে। হুরসিত এ ঘটনার নিন্দা জানান এবং ওই আপত্তিকর লেখা মুছে ফেলা হয়েছে বলে জানান। ইকনা