শিরোনাম
◈ গুলিস্তানে একাধিক ককটেল বিস্ফোরণ ◈ বাংলাদেশ ব্যাংকের ‘নিখোঁজ’ কর্মকর্তাকে মাদারীপুর থেকে উদ্ধার ◈ তৈরি পোশাক রপ্তানিতে টানা পতন: তিন মাসে ক্ষতি শত কোটি ডলার ◈ দেশের রিজার্ভ কত, জানাল কেন্দ্রীয় ব্যাংক ◈ গাজীপুরে দাঁড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তের আগুন ◈ তিতাস গ্যাস ফিল্ডে ওয়েলহেড কম্প্রেসর স্থাপন, জাতীয় গ্রিডে বাড়ল ২২ মিলিয়ন ঘনফুট গ্যাস ◈ দিল্লিতে গাড়ি বিস্ফোরণে হতাহত, ভারতের পাশে থাকার বার্তা বাংলাদেশের ◈ প্রবাসীদের বড় সুখবর দিল ওমান সরকার ◈ জেদ্দায় স্বাক্ষরিত বাংলাদেশ–সৌদি হজ চুক্তি: ৭৮ হাজার ৫০০ জনের কোটা নির্ধারণ ◈ ৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২১, ০৪:০৫ সকাল
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২১, ০৪:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মহেশখালীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৩, আহত একাধিক

খালেদ মোশাররফ: [২] কক্সবাজারের মহেশখালীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একাধিক ব্যক্তি। আহতদের বেশীর ভাগই শিশু আহত অনেকের হাত-পা উড়ে গেছে। বেলুনে গ্যাস ভরার সিলিন্ডার বিস্ফোরণ হয়েই এ দুর্ঘটনা ঘটে।

[৩] শেষ খবর পাওয়া পর্যন্ত আহত অনেকের অবস্থা সংকটাপন্ন বলে জানাগেছে। আহত দুইজনকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। তারা হল মাতারবাড়ির রাজঘাট এলাকার জিহাদুল ইসলাম আব্দুল্লাহ ও কালারমার ছড়ার চালিয়াতলী এলাকার মো. মারুফ। দেহ থেকে তাদের অন্য অঙ্গ বিচ্ছিন্ন হয়েগেছে বলে জানাগেছে।

[৪] জানাগেছে -শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের মাতারবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। ওখানে একটি মাদ্রাসার ধর্মীয় মাহফিল উপলক্ষে শিশু ও লোকজন জমায়েত হয়েছিল, জানান -স্থানীয় ইউপি চেয়ারম্যান মাস্টার মোহাম্মদ উল্লাহ। আহত অনেকের অবস্থায়ই সংকটাপন্ন, তাদেরকে চট্টগ্রামসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুই জনকে জরুরি ভাবে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।

[৫] নিহতরা হলেন, মাতারবাড়ি দক্ষিণ মিয়াজীর পাড়া এলাকার জাহাঙ্গীর আলম মোহাম্মদ আহসান (১২), বলির পাড়া এলাকার আজিজুর রহমানের পুত্র এমদাদুল রহমান (১০) ও বেলুন বিক্রেতা চকরিয়া উপজেলার হারবাং এলাকার মোহাম্মদ জসিম (২৫)। এ ঘটনায় অন্ততঃ ১৩ জন আহত হয়েছে বলে খবর পাওয়াগেছে। আহতদের মধ্যে কয়েকজনের নাম পাওয়াগেছে। তারা হলেন -মহেশখালীর শাপলাপুর ষাইটমারা এলাকার কবির আহমদের পুত্র মোহাম্মদ নুরী (১৫), মাতারবাড়ির উত্তর রাজঘাট এলাকার কাইসারুল ইসলামের পুত্র জিহাদুল ইসলাম আব্দুল্লাহ (১২), কালারমার ছড়ার নলবিলা এলাকার নুর মোহাম্মদের পুত্র মো.মারুফ (১২), মাতারবাড়ি সিকদার পাড়া এলাকার ফরিদুল আলম এর পুত্র সাদেকুল ইসলাম প্রকাশ রাহাত (১৩), মগডেইল এলাকার আব্দুল মনুর পুত্র মোঃ নুরী (১৩), সিকদার পাড়া এলাকার আব্দুল মোনাফ এর পুত্র তুহিন (১৪) ও বদন এর পুত্র জয়নাল আবেদীন (১২)।

[৬] ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশখালী থানার ওসি আবদুল হাই জানান -খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।

[৭] মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার মোহাম্মদ উল্লাহ বলেন, শুক্রবার মাতারবাড়ি শাহ মজিদিয়া মাদ্রাসার বার্ষিক ধর্মীয় সভার আয়োজন ছিল। এ উপলক্ষে সকাল থেকে মাদ্রাসা সংলগ্ন এলাকাসহ স্থানীয় মাতারবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে নানা ধরনের দোকানপাট বসে। সেখানে গ্যাস বেলুনের পসরাও বসে। জনাকীর্ণ ওই স্থানেই বেলুনে ভরার গ্যাসের একটি সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। অনেকই গুরুতর আহত হয়। অনেকের দেহ থকে হাত, পা ও মাথা বিচ্ছিন্ন হয়েগেছে। এ সময় বেশ কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও দুই জনের মৃত্যু হয়।

[৮] মহেশখালী ও কুতুবদিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জাহেদুল ইসলাম জানিয়েছেন, মাতারবাড়ি শাহ মজিদিয়া মাদ্রাসার বার্ষিক ধর্মীয় সভা উপলক্ষে স্কুল মাঠে মেলা বসে। মেলায় বিভিন্ন দোকানপাট বসে। ওখানে বেলুনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটে। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণ জানতে পুলিশের পাশাপাশি সিআইডির একটি দল কাজ করছে। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়