মাহিন সরকার : [২] চলতি তিন ম্যাচ ওয়ানডে সিরিজের পর দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। ২৯ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে তিনদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। প্রস্তুতি ম্যাচের জন্য ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
[৩] যে স্কোয়াডে রয়েছে বিশ্বকাপ জয়ী ছয় ক্রিকেটার। তারা হলেন, মাহমুদুল হাসান জয়, আকবর আলি, তৌহিদ হৃদয়, শাহিন আলম, শাহাদত হোসেন দিপু, শরিফুল ইসলাম।
[৪] আগামী ২৯ জানুয়ারি থেকে শুরু হবে এই ম্যাচ। চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
[৫] প্রস্তুতি ম্যাচের জন্য বিসিবি একাদশের ১৪ সদস্যের স্কোয়াড: কাজী নুরুল হাসান সোহান (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, আকবর আলি, তৌহিদ হৃদয়, মুকিদুল ইসলাম মুগ্ধ, শাহিন আলম, রিশাদ হোসেন, সাইফ হাসান, সাদমান ইসলাম অনিক, ইয়াসির আলি চৌধুরী রাব্বি, শাহাদত হোসেন দিপু, মোহাম্মদ নাইম শেখ, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ।