শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২১, ০৭:৫১ সকাল
আপডেট : ২২ জানুয়ারী, ২০২১, ০৭:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিডনি টেস্টে বর্ণবাদ ইস্যুতে ভারতকে মাঠ ছাড়তে বলেছিলেন আম্পায়াররা

স্পোর্টস ডেস্ক : [২] অস্ট্রেলিয়ার সিডনি টেস্টে বর্ণবাদের শিকার হয়েছিলেন পেসার মোহাম্মদ সিরাজ ও জসপ্রিত বুমরাহ। এ নিয়ে আম্পায়ারদের অভিযোগ করেছিলেন ভারতীয় ক্রিকেটাররা। ওই সময় ভারতীয় ক্রিকেটারদের মাঠ ছাড়তে বলেছিলেন আম্পায়াররা। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দেশে ফিরে এমনটাই জানিয়েছেন সিরাজ।

[৩] তৃতীয় টেস্টের তৃতীয় দিন বর্ণবাদের শিকার হয়েছিলেন সিরাজ ও বুমরাহ। তৃতীয় দিনে মতো চতুর্থ দিনেও বর্ণবাদের শিকার হতে হয়েছিলো সিরাজকে। এ নিয়ে অন ফিল্ড আম্পায়ারকে অভিযোগ করলে নিরাপত্তাকর্মীদের সহায়তায় অভিযুক্ত ৬ দর্শককে গ্যালারি থেকে বের করে দিয়েছিলো নিউ সাউথ ওয়েলস পুলিশ।

[৪] এমন ঘটনায় প্রায় ১০ মিনিটের মতো দিনের খেলা বন্ধ রেখেছিলেন দুইজন আম্পায়ার। এমন ঘটনায় বর্ণবাদের বিপক্ষে কঠোর অবস্থান নিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। যদিও এদিন ভারতকে মাঠ ছাড়ার পরামর্শ দিয়েছিল আম্পায়াররা। কেবলই অধিনায়ক আজিঙ্কা রাহানের কারণে মাঠ ছাড়েনি ভারতীয় দল।

[৫] এ প্রসঙ্গে সিরাজ বলেন, আম্পায়ারদের অভিযোগ জানানোর পর ওরা আমাদের বলে চাইলে আমরা পুরো দল মাঠ ছেড়ে চলে যেতে পারি। ম্যাচে আর নাও নামতে পারি। কিন্তু আজ্জু ভাই (রাহানে) সেটা চায়নি। বলেছিল আমরা খেলাটাকে শ্রদ্ধা করি। তাই মাঠ ছেড়ে যাওয়ার প্রশ্নই উঠে না।

[৬] সিরাজের ভাষ্য, অস্ট্রেলিয়ার সমর্থকরা আমার সঙ্গে খারাপ ব্যবহার করার পরেই মানসিকভাবে শক্তিশালী হয়ে উঠি। এই ধরনের ঘটনা আমার পারফরম্যান্সে যাতে প্রভাব না ফেলে, সেটা দেখাই ছিল প্রধান কাজ। আমার কাজ ছিল রাহানের কাছে গিয়ে সব খুলে বলা। আমি ঠিক সেটাই করেছি। - ক্রিকইনফো/ ক্রিকফ্রেঞ্জি

  • সর্বশেষ
  • জনপ্রিয়