শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২১, ০৭:৫১ সকাল
আপডেট : ২২ জানুয়ারী, ২০২১, ০৭:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিডনি টেস্টে বর্ণবাদ ইস্যুতে ভারতকে মাঠ ছাড়তে বলেছিলেন আম্পায়াররা

স্পোর্টস ডেস্ক : [২] অস্ট্রেলিয়ার সিডনি টেস্টে বর্ণবাদের শিকার হয়েছিলেন পেসার মোহাম্মদ সিরাজ ও জসপ্রিত বুমরাহ। এ নিয়ে আম্পায়ারদের অভিযোগ করেছিলেন ভারতীয় ক্রিকেটাররা। ওই সময় ভারতীয় ক্রিকেটারদের মাঠ ছাড়তে বলেছিলেন আম্পায়াররা। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দেশে ফিরে এমনটাই জানিয়েছেন সিরাজ।

[৩] তৃতীয় টেস্টের তৃতীয় দিন বর্ণবাদের শিকার হয়েছিলেন সিরাজ ও বুমরাহ। তৃতীয় দিনে মতো চতুর্থ দিনেও বর্ণবাদের শিকার হতে হয়েছিলো সিরাজকে। এ নিয়ে অন ফিল্ড আম্পায়ারকে অভিযোগ করলে নিরাপত্তাকর্মীদের সহায়তায় অভিযুক্ত ৬ দর্শককে গ্যালারি থেকে বের করে দিয়েছিলো নিউ সাউথ ওয়েলস পুলিশ।

[৪] এমন ঘটনায় প্রায় ১০ মিনিটের মতো দিনের খেলা বন্ধ রেখেছিলেন দুইজন আম্পায়ার। এমন ঘটনায় বর্ণবাদের বিপক্ষে কঠোর অবস্থান নিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। যদিও এদিন ভারতকে মাঠ ছাড়ার পরামর্শ দিয়েছিল আম্পায়াররা। কেবলই অধিনায়ক আজিঙ্কা রাহানের কারণে মাঠ ছাড়েনি ভারতীয় দল।

[৫] এ প্রসঙ্গে সিরাজ বলেন, আম্পায়ারদের অভিযোগ জানানোর পর ওরা আমাদের বলে চাইলে আমরা পুরো দল মাঠ ছেড়ে চলে যেতে পারি। ম্যাচে আর নাও নামতে পারি। কিন্তু আজ্জু ভাই (রাহানে) সেটা চায়নি। বলেছিল আমরা খেলাটাকে শ্রদ্ধা করি। তাই মাঠ ছেড়ে যাওয়ার প্রশ্নই উঠে না।

[৬] সিরাজের ভাষ্য, অস্ট্রেলিয়ার সমর্থকরা আমার সঙ্গে খারাপ ব্যবহার করার পরেই মানসিকভাবে শক্তিশালী হয়ে উঠি। এই ধরনের ঘটনা আমার পারফরম্যান্সে যাতে প্রভাব না ফেলে, সেটা দেখাই ছিল প্রধান কাজ। আমার কাজ ছিল রাহানের কাছে গিয়ে সব খুলে বলা। আমি ঠিক সেটাই করেছি। - ক্রিকইনফো/ ক্রিকফ্রেঞ্জি

  • সর্বশেষ
  • জনপ্রিয়