শিরোনাম
◈ ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল: সিইসি ◈ চট্টগ্রামে আটটি ফ্লাইটের জরুরি অবতরণ, কুয়েতের ফ্লাইট বাতিল ◈ শাহজালালে আগুনের সূত্রপাত ও হতাহতের বিষয়ে যা জানা গেল ◈ আগুন লাগার ঘটনাগুলো বিচ্ছিন্ন নয়, স্বৈরাচারের দোসরদের চক্রান্তের অংশ: সারজিস ◈ যেখান থেকে শাহজালাল বিমানবন্দর কার্গো এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ◈ ঢাকা বিমানবন্দরের আগুন অনেকটা নিয়ন্ত্রণে: বেবিচক ◈ কার্গো নিরাপত্তায় আন্তর্জাতিক স্বীকৃতির কয়েকদিনের মাথায় এই অগ্নিকাণ্ড! ◈ তারেক রহমা‌নের ভাবমূর্তি নির্বাচ‌নে ব্যবহার করতে চায় বিএনপি, হাওয়া ভবনের মেমোরি' বড় চ্যালেঞ্জ ◈ বন্ধুদের অসম্মান হওয়ার ভয়ে তিন লাখের ঘড়ি পরেন না ভারতীয় স্পিনার বরুন চক্রবর্তী ◈ মিরপুরে ২০৭ রানে অলআউট বাংলাদেশ

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২১, ০৪:৪০ সকাল
আপডেট : ২২ জানুয়ারী, ২০২১, ০৪:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়তে ১০ নির্বাহী আদেশে বাইডেনের সই

দেবদুলাল মুন্না: [২] বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার এ সইগুলো তিনি করেছেন। টিকাদান কর্মসূচি আরও জোরদার করা এবং করোনার পরীক্ষার গতি আরও বাড়ানো হবে। প্রয়োজনীয় জিনিষ যেমন মাস্কের উৎপাদন বাড়াতে জরুরি আইনের প্রয়োগ করা হবে।

[৩] বৃহস্পতিবার হোয়াইট হাউসের ডাইনিং রুমে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন জো বাইডেন। ১০টি পদক্ষেপের কথা ঘোষণা করে বাইডেন বলেছেন, মহামারি পরাস্ত করতে কয়েক মাস সময় লাগবে কিন্ত সবাই এক হলে আমেরিকা এর মধ্যে দিয়ে যাবে।

[৪] প্রেসিডেন্ট বাইডেন বলেন, কোভিড-১৯-এর সংক্রমণে দ্বিতীয় বিশ্বযুদ্ধের চেয়ে বেশি মানুষের মৃত্যু হয়ে গেছে । তিনি বলেন, আজকের নাজুক অবস্থার সৃষ্টি যেমন একদিনে হয়নি, তেমনি এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্যও সময় লাগবে। তিনি জনগণকে আশ্বস্ত করে বলেছেন, এই পরিস্থিতি থেকে উত্তরণ ঘটবেই। প্রেসিডেন্ট জো বাইডেন আরও বলেছেন, আমরা এই মহামারিকে পরাজিত করব।

[৫] বাইডেন ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট বিভাগকে এক মাসের মধ্যে ১০০টি কমিউনিটি টিকাকেন্দ্র স্থাপনের নির্দেশ দেওয়ার কথা জানান। পাশাপাশি বাইডেন প্রশাসনের পক্ষ থেকে ১০০ দিনের মধ্যে ১০ কোটি মানুষকে টিকার আওতায় নিয়ে আসার পরিকল্পনার কথা জানানো হয়েছে।

[৬] যুক্তরাষ্ট্রের ৪৬ তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের একদিন পরেই এমন পদক্ষেপ নিলেন বাইডেন।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়