শিরোনাম
◈ ভিন্ন মতকে শত্রু দেখার প্রবণতা থেকে বিরত থাকার আহ্বান মির্জা ফখরুলের ◈ নতুন সক্রিয় ফাটলরেখা শনাক্ত: ব্রহ্মপুত্রের গতিপথ বদল ও বড় ভূমিকম্পের ঝুঁকির ইঙ্গিত ◈ বাংলাদেশের উৎপাদন খাতে বড় বিনিয়োগে চীনের আগ্রহ: পাট, সবুজ প্রযুক্তি ও ফার্মায় গুরুত্ব ◈ আরও ৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র ◈ অভিবাসন নীতিতে বড় পরিবর্তন: ট্রাম্পের লক্ষ্য স্থায়ী নিষেধাজ্ঞা ◈ ‘ক্ষমতায় এলে বিএনপিসহ সবাইকে নিয়েই দেশ পরিচালনা করবো’ ◈ ভ্যানিটি ব্যাগ থেকে পিস্তল বের করে যুবলীগ নেতার স্ত্রীর হুমকি, ভিডিও ভাইরাল ◈ শিক্ষকদের আন্দোলনে চলতি বছর ক্ষতিগ্রস্ত প্রায় দুই কোটি শিক্ষার্থী ◈ বিএনপি ছেড়ে দেওয়া আসনে স্বতন্ত্র প্রার্থী হতে পারেন দু’জন উপদেষ্টা, পদত্যাগ আগামী সপ্তাহে ◈ ফজরের পর আম বয়ানে টঙ্গীতে জোড় ইজতেমা শুরু, আখেরি মোনাজাত ২ ডিসেম্বর

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২১, ০৪:৪০ সকাল
আপডেট : ২২ জানুয়ারী, ২০২১, ০৪:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়তে ১০ নির্বাহী আদেশে বাইডেনের সই

দেবদুলাল মুন্না: [২] বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার এ সইগুলো তিনি করেছেন। টিকাদান কর্মসূচি আরও জোরদার করা এবং করোনার পরীক্ষার গতি আরও বাড়ানো হবে। প্রয়োজনীয় জিনিষ যেমন মাস্কের উৎপাদন বাড়াতে জরুরি আইনের প্রয়োগ করা হবে।

[৩] বৃহস্পতিবার হোয়াইট হাউসের ডাইনিং রুমে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন জো বাইডেন। ১০টি পদক্ষেপের কথা ঘোষণা করে বাইডেন বলেছেন, মহামারি পরাস্ত করতে কয়েক মাস সময় লাগবে কিন্ত সবাই এক হলে আমেরিকা এর মধ্যে দিয়ে যাবে।

[৪] প্রেসিডেন্ট বাইডেন বলেন, কোভিড-১৯-এর সংক্রমণে দ্বিতীয় বিশ্বযুদ্ধের চেয়ে বেশি মানুষের মৃত্যু হয়ে গেছে । তিনি বলেন, আজকের নাজুক অবস্থার সৃষ্টি যেমন একদিনে হয়নি, তেমনি এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্যও সময় লাগবে। তিনি জনগণকে আশ্বস্ত করে বলেছেন, এই পরিস্থিতি থেকে উত্তরণ ঘটবেই। প্রেসিডেন্ট জো বাইডেন আরও বলেছেন, আমরা এই মহামারিকে পরাজিত করব।

[৫] বাইডেন ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট বিভাগকে এক মাসের মধ্যে ১০০টি কমিউনিটি টিকাকেন্দ্র স্থাপনের নির্দেশ দেওয়ার কথা জানান। পাশাপাশি বাইডেন প্রশাসনের পক্ষ থেকে ১০০ দিনের মধ্যে ১০ কোটি মানুষকে টিকার আওতায় নিয়ে আসার পরিকল্পনার কথা জানানো হয়েছে।

[৬] যুক্তরাষ্ট্রের ৪৬ তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের একদিন পরেই এমন পদক্ষেপ নিলেন বাইডেন।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়