রিয়াজুর রহমান: বুধবার (২০ জানুয়ারি) তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাকৃত দুইজন হলেন- অর্জুন দে (২৭) ও হারুন (৪২)। এসময় তাদের কাছ থেকে অস্ত্র, গুলি ও ছোরা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনকে সামনে রেখে তারা নগরীর আলোচিত পাঠানটুলিতে নির্বাচনে ভাড়ায় খাটতে এসেছেন বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃত অর্জুন ২০১৪ সালের নায়েক ফরিদ নামের এক পুলিশ সদস্য হত্যা মামলার আসামি। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, দস্যুতাসহ চারটি মামলা রয়েছে। অন্যদিকে হারুনের বিরুদ্ধে অস্ত্র, দস্যুতাসহ তিনটি মামলা রয়েছে।
ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, নির্বাচনকে প্রভাবিত করার লক্ষ্যে এরা পাঠানটুলিতে সংগঠিত হচ্ছিল। গোপনে বিষয়টি জানতে পেরে সেখানে অভিযান পরিচালনা করে অস্ত্র-ছোরাসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, এ ঘটনায় জড়িত আরও চার পাঁচজনের নাম উল্লেখ করেছে গ্রেপ্তার দুইজন। তাদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।