শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে ফ্লাইটে ধস্তাধস্তির ভিডিও ভাইরাল, ভারতীয় বংশোদ্ভূত যুবক গ্রেপ্তার ◈ মুরাদনগরে নিখোঁজের একদিন পর বড় ভাইয়ের মরদেহ উদ্ধার, মাটিচাপা অবস্থায় মিলল ছোট ভাইয়ের ঘরে ◈ ইরান কেন আমেরিকার কাছে নতিস্বীকার করে না: তাস‌নিম নিউজ এজ‌ন্সির প্রতি‌বেদন ◈ যে কারণে জোরপূর্বক লাখ লাখ আফগান শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে ইরান! ◈ সাঁথিয়ায় ঢাকা-পাবনা মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে ৩ জন নিহত, আহত অন্তত ১০ ◈ ক্রিকেটার জা‌ভেদ মিয়াঁদাদ আমার বিয়ে বরবাদ করে দিয়েছিলেন, প্রথম বিয়ে নিয়ে অ‌ভি‌নেতা আমির খান ◈ দে‌শের রাজনী‌তি‌তে এনসিপি কি 'মব' দিয়ে প্রভাব বিস্তার করতে চায়? ◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২১, ০৬:১৭ সকাল
আপডেট : ২০ জানুয়ারী, ২০২১, ০৬:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিংগাইরে গ্যাস লাইট ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকান্ড

সিরাজুল ইসলাম: মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর নীডস সার্ভিসেস লিমিটেড নামের গ্যাস লাইট ফ্যাক্টরিতে মঙ্গলবার (১৯ জানুয়ারি) ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে প্রতিষ্ঠানের সমস্ত মালামাল পুড়ে গেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, বিকেল ৩টার দিকে ওই গ্যাস লাইট ফ্যাক্টরির ভেতর থেকে হঠাৎ বিকট শব্দ হয়। এতে পুরো এলাকাবাসীর মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। মূহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো ফ্যাক্টরিতে ছড়িয়ে পড়ে। আশপাশের লোকজন আগুন নেভানোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। পরে বিকেল ৪টার দিকে সাভার ও মানিকগঞ্জ ফায়ার সার্ভিস এবং স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা প্রায় ২ঘন্টা ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হন। নীডস সার্ভিসেস লিমিটেডের সুপারভাইজার মোঃ মহিদুর রহমান বলেন,উৎপাদিত গ্যাস লাইটার পরীক্ষা করতে গিয়ে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। তবে ক্ষয়-ক্ষতির পরিমাণ সম্পর্কে তিনি কিছুই বলতে পারেননি।

সাভার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ ফরহাদ হোসেন বলেন,আমাদের ৪টি ইউনিটের চেষ্টায় ২০মিনিটেই আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হই। তবে পুরো আগুন নেভাতে প্রায় ২ ঘন্টা সময় লাাগে।

ধল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জাহিদুল ইসলাম ভূঁইয়া বলেন, অগ্নিকান্ডে ফ্যাক্টরি ছাড়া আশপাশের বসতবাড়ির কোন ক্ষতি হয়নি। তবে মালিক পক্ষের সাথে কথা না বলে ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হচ্ছে না।
উপজেলা নির্বাহী অফিসার রুনা লায়লা ও সহকারি কমিশনার (ভূমি) মেহের নিগার সুলতানা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়