শিরোনাম
◈ খালেদা জিয়াকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে উৎকণ্ঠা—এভারকেয়ারে নজর সবার ◈ প্রবাসীদের রেমিট্যান্সে বাড়তি খরচ কমাতে নতুন ছক চালু করল বাংলাদেশ ব্যাংক ◈ ১০ মাস পর প্রার্থী পরিবর্তন: খুলনা-১ এ জামায়াতের টিকিট পেলেন কৃষ্ণ নন্দী ◈ খালেদা জিয়ার চিকিৎসায় চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল এভারকেয়ারে ◈ উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে যুক্ত করতে পে-প্যালের সঙ্গে যোগাযোগ চলছে: গভর্নর ◈ 'স্বেচ্ছা নির্বাসনে' যুক্তরাষ্ট্র ছেড়েছে প্রায় ৩৫ হাজার মানুষ ◈ স্কুলে ভর্তির নীতিমালা সংশোধন, বয়সসীমা শিথিল করল মাউশি, রেজিস্ট্রেশনের বয়সে কঠোর বোর্ড ◈ ভূমিকম্প থে‌কে রক্ষা পেতে জাপানের কাছ থেকে যা শিখতে পারে বাংলাদেশ ◈ খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা ◈ তালাক হলেও ফিরে আসার পথ—ইসলামী বিধান অনুযায়ী করণীয়

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২১, ১০:২৮ দুপুর
আপডেট : ১৮ জানুয়ারী, ২০২১, ১০:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নিজের সেরাটা দিয়ে জাতীয় দলে স্থায়ী হতে চান শরিফুল ইসলাম

মাহিন সরকার: [২] প্রায় এক বছর পর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। টাইগার এই ওয়ানডে দলের সুযোগ পেয়েছেন তরুণ পেসার শরিফুল ইসলাম।

[৩] গতবছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলে দুর্দান্ত পারফরম্যান্সের পর প্রথম নজরে আসেন পেসার শরিফুল ইসলাম। এরপর গত মাসে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টেও নজরকাড়া পারফরম্যান্স করে নির্বাচকদের মন জয় করেন পঞ্চগড়ের ছেলে শরিফুল ইসলাম। আর তারই পুরস্কার হিসেবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দলে জায়গা করে নিয়েছেন বাহাতি এই আগ্রাসী বোলার।

[৪] তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মূল একাদশে সুযোগ পেলে নিজেদের সেরাটা দিয়ে চেষ্টা করবেন শরিফুল ইসলাম। সেই সাথে উইন্ডিজের বিপক্ষে মূল স্কোয়াডে থাকতে পেরে দারুণ রোমাঞ্চিত তরুণ পেস বোলার শরিফুল।

[৫] টিম হোটেল থেকে সোমবার ১৮ জানুয়ারি এক ভিডিও বার্তায় তিনি শরিফুল জানিয়েছেন, আন্ডার নাইন্টিন বিশ্বকাপে আমরা দল হিসেবে এক সাথে যুদ্ধ করেছি, তাই একটা দল হয়ে যদি ফাইটিং করতে পারি তাহলে জাতীয় দলের হয়েও একদিন বিশ্বকাপ জিততে পারবো। সেই সাথে উইন্ডিজের সাথেও যদি পুরো দল এক হয়ে খেলতে পারলে জয় অবশ্যই আমাদের হাতেই ধরা।

[৬] শরিফুল আরো বলেন, সব সময়ই ইচ্ছা ছিলো তামিম,সাকিব, মুস্তিফিজুর ভাইদের সাথে খেলার সেই স্বপ্ন হয়তো এখন পূরণ হবে। যদি মুল একাদশে সুযোগ আসে তবে চেষ্টা থাকবে সেরা বোলিংটাই করার। শেষ টুর্নামেন্টে ও জাতীয় দলের অনুশীলনে নিজের সব ভুলভ্রান্তি শুধরে নিয়েছি, তাই এখন ফোকাস শুধুই মুল ম্যাচে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়