শিরোনাম
◈ বার্সার কাছে হারের পর জাবি আলোনসোকে বরখাস্ত করল রিয়াল মাদ্রিদ ◈ অস্ট্রেলিয়ায় শিশুদের সামাজিক মাধ্যম নিষিদ্ধ: ৫ লাখের বেশি অ্যাকাউন্ট ব্লক করল মেটা ◈ বাংলাদেশি শনাক্তে এআই টুল তৈরি করছে ভারত ◈ কয়েক ঘণ্টার মধ্যেই শেষ ঢাকা–করাচি ফ্লাইটের সব টিকিট ◈ ভিসা নিয়ে বাংলাদেশকে বড় দুঃসংবাদ দিল অস্ট্রেলিয়া ◈ নির্বাচনী মাঠ ছাড়ছেন বিদ্রোহীরা, স্বস্তিতে বিএনপি-জোট ◈ মহাকাশ অভিযানে বড় ধাক্কা, যান্ত্রিক ত্রুটিতে ১৬ স্যাটেলাইটের নিয়ন্ত্রণ হারাল ভারত ◈ ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’—মুসাব্বির হত্যা মামলায় বিস্মিত আদালত ◈ ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের দাওয়াতে যাওয়া নিয়ে বাক-বিতন্ডা, সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত ◈ ১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে সব ধরনের সংগঠনের নির্বাচন বন্ধের নির্দেশ

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২১, ১০:২৮ দুপুর
আপডেট : ১৮ জানুয়ারী, ২০২১, ১০:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নিজের সেরাটা দিয়ে জাতীয় দলে স্থায়ী হতে চান শরিফুল ইসলাম

মাহিন সরকার: [২] প্রায় এক বছর পর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। টাইগার এই ওয়ানডে দলের সুযোগ পেয়েছেন তরুণ পেসার শরিফুল ইসলাম।

[৩] গতবছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলে দুর্দান্ত পারফরম্যান্সের পর প্রথম নজরে আসেন পেসার শরিফুল ইসলাম। এরপর গত মাসে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টেও নজরকাড়া পারফরম্যান্স করে নির্বাচকদের মন জয় করেন পঞ্চগড়ের ছেলে শরিফুল ইসলাম। আর তারই পুরস্কার হিসেবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দলে জায়গা করে নিয়েছেন বাহাতি এই আগ্রাসী বোলার।

[৪] তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মূল একাদশে সুযোগ পেলে নিজেদের সেরাটা দিয়ে চেষ্টা করবেন শরিফুল ইসলাম। সেই সাথে উইন্ডিজের বিপক্ষে মূল স্কোয়াডে থাকতে পেরে দারুণ রোমাঞ্চিত তরুণ পেস বোলার শরিফুল।

[৫] টিম হোটেল থেকে সোমবার ১৮ জানুয়ারি এক ভিডিও বার্তায় তিনি শরিফুল জানিয়েছেন, আন্ডার নাইন্টিন বিশ্বকাপে আমরা দল হিসেবে এক সাথে যুদ্ধ করেছি, তাই একটা দল হয়ে যদি ফাইটিং করতে পারি তাহলে জাতীয় দলের হয়েও একদিন বিশ্বকাপ জিততে পারবো। সেই সাথে উইন্ডিজের সাথেও যদি পুরো দল এক হয়ে খেলতে পারলে জয় অবশ্যই আমাদের হাতেই ধরা।

[৬] শরিফুল আরো বলেন, সব সময়ই ইচ্ছা ছিলো তামিম,সাকিব, মুস্তিফিজুর ভাইদের সাথে খেলার সেই স্বপ্ন হয়তো এখন পূরণ হবে। যদি মুল একাদশে সুযোগ আসে তবে চেষ্টা থাকবে সেরা বোলিংটাই করার। শেষ টুর্নামেন্টে ও জাতীয় দলের অনুশীলনে নিজের সব ভুলভ্রান্তি শুধরে নিয়েছি, তাই এখন ফোকাস শুধুই মুল ম্যাচে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়