শিরোনাম
◈ নির্বাচনী প্রচারণায় আজ পঞ্চগড়ে যাচ্ছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ◈ এক বছ‌রে রেকর্ড আয়ের শীর্ষে রিয়াল মা‌দ্রিদ ও বা‌র্সেলোনা  ◈ সিলেট থেকে নারায়ণগঞ্জ: ১৬ ঘণ্টায় সাত জেলায় টানা জনসমাবেশ শেষে ঢাকায় ফিরলেন তারেক রহমান ◈ বকেয়া ২৬ কোটি ডলার পরিশোধ না করেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সদস্যপদ ত্যাগ করলো যুক্তরাষ্ট্র ◈ কাকে ভোট দেওয়া উচিত, জানালেন শায়খ আহমাদুল্লাহ ◈ বিনিয়োগ স্থবিরতা ও রাজস্ব ঘাটতি: নতুন সরকারের সামনে বড় আর্থিক চ্যালেঞ্জ ◈ বাংলাদেশে হঠাৎ বিদ্যুৎ সরবরাহ কমাল ভারত, শীতে লোডশেডিং ও গরমে বড় সংকটের আশঙ্কা ◈ পাসপোর্ট কেড়ে নিয়ে জোরপূর্বক চুক্তি, মিয়ানমার থেকে ফেরা বাংলাদেশিদের লোমহর্ষক বর্ণনা ◈ এবারও ভোট নিয়ে ষড়যন্ত্র হচ্ছে: ব্রাহ্মণবাড়িয়ায় তারেক রহমান (ভিডিও) ◈ শুক্রবার বি‌পিএ‌লের ফাইনা‌লে চট্টগ্রাম রয়‌্যালস ও রাজশাহী ওয়া‌রিয়র্স মু‌খোমু‌খি

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২১, ১০:২৮ দুপুর
আপডেট : ১৮ জানুয়ারী, ২০২১, ১০:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নিজের সেরাটা দিয়ে জাতীয় দলে স্থায়ী হতে চান শরিফুল ইসলাম

মাহিন সরকার: [২] প্রায় এক বছর পর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। টাইগার এই ওয়ানডে দলের সুযোগ পেয়েছেন তরুণ পেসার শরিফুল ইসলাম।

[৩] গতবছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলে দুর্দান্ত পারফরম্যান্সের পর প্রথম নজরে আসেন পেসার শরিফুল ইসলাম। এরপর গত মাসে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টেও নজরকাড়া পারফরম্যান্স করে নির্বাচকদের মন জয় করেন পঞ্চগড়ের ছেলে শরিফুল ইসলাম। আর তারই পুরস্কার হিসেবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দলে জায়গা করে নিয়েছেন বাহাতি এই আগ্রাসী বোলার।

[৪] তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মূল একাদশে সুযোগ পেলে নিজেদের সেরাটা দিয়ে চেষ্টা করবেন শরিফুল ইসলাম। সেই সাথে উইন্ডিজের বিপক্ষে মূল স্কোয়াডে থাকতে পেরে দারুণ রোমাঞ্চিত তরুণ পেস বোলার শরিফুল।

[৫] টিম হোটেল থেকে সোমবার ১৮ জানুয়ারি এক ভিডিও বার্তায় তিনি শরিফুল জানিয়েছেন, আন্ডার নাইন্টিন বিশ্বকাপে আমরা দল হিসেবে এক সাথে যুদ্ধ করেছি, তাই একটা দল হয়ে যদি ফাইটিং করতে পারি তাহলে জাতীয় দলের হয়েও একদিন বিশ্বকাপ জিততে পারবো। সেই সাথে উইন্ডিজের সাথেও যদি পুরো দল এক হয়ে খেলতে পারলে জয় অবশ্যই আমাদের হাতেই ধরা।

[৬] শরিফুল আরো বলেন, সব সময়ই ইচ্ছা ছিলো তামিম,সাকিব, মুস্তিফিজুর ভাইদের সাথে খেলার সেই স্বপ্ন হয়তো এখন পূরণ হবে। যদি মুল একাদশে সুযোগ আসে তবে চেষ্টা থাকবে সেরা বোলিংটাই করার। শেষ টুর্নামেন্টে ও জাতীয় দলের অনুশীলনে নিজের সব ভুলভ্রান্তি শুধরে নিয়েছি, তাই এখন ফোকাস শুধুই মুল ম্যাচে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়