শিরোনাম
◈ ভুয়া জুলাই শহীদ-যোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা: মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ◈ কুয়াকাটা সৈকত থেকে আবারও অর্ধগলিত মরদেহ উদ্ধার ◈ আদমদীঘিতে ভাঙা রেললাইনে কম্বল গুঁজে ১৮ ঘন্টা ট্রেন চলাচল ◈ জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ ব্যক্তি বিবেচনায় এলএনজি কেনা হচ্ছে না, পিটার হাসের কোম্পানি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ◈ বিসিএস পরীক্ষা: কর্মসূচির সময় পরিবর্তন করল জামায়াত ◈ চশমা ছাড়াই স্পষ্ট দেখা সম্ভব, কার্যকর আই ড্রপ উদ্ভাবন ◈ যেসব বিষয়ে গুরুত্ব পাচ্ছে নতুন বেতন কাঠামোতে  ◈ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে ইসরা‌য়েল‌কে বহিষ্কারের দাবি জানা‌লেন স্পেনের প্রধানমন্ত্রী ◈ কূটনৈতিক সংকট ছাপিয়ে বাণিজ্যে ভারত–বাংলাদেশের পারস্পরিক নির্ভরশীলতা বাড়ছে

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২১, ০৫:২৯ সকাল
আপডেট : ১৮ জানুয়ারী, ২০২১, ০৫:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লড়াই থামায় না ভারতীয়রা, হঠাৎই রাহানদের প্রশংসায় রিকি পন্টিং

স্পোর্টস ডেস্ক : [২] সিডনি টেস্টের চতুর্থ ইনিংসে ভারত দুশোও করতে পারবে না, এমন এক ভবিষ্যদ্বাণী করেছিলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং। সেবার ভারত দুশো তো করেই, এমনকী পাঁচ উইকেটের বেশি ফেলতে পারেনি অজি বোলাররা। চতুর্থ টেস্টে বোলার হিসেবে পরিচিত শার্দূল ঠাকুর এবং ওয়াশিংটন সুন্দর ব্যাট হাতে অবিশ্বাস্য লড়াই দিয়ে ভারতকে ম্যাচে ফেরালেন। এবার আর প্রশংসা ছাড়া কিছু নেই পন্টিংয়ের মুখে। বললেন, লড়াই থামায় না ভারতীয়রা।

[৩] তৃতীয় দিনের শেষে পান্টার বললেন, আমরা দেখলাম যে ভারতীয়রা লড়াই করেই যায়। গোটা প্রতিযোগিতা জুড়ে ওরা লড়াইয়ের জন্য প্রস্তুত থেকেছে। ব্যাটিংয়ে ওদের মনোসংযোগ এবং প্রয়োগ সত্যিই অনবদ্য। একবারও হাল ছাড়েনি। রোববার (১৭ জানুয়ারি) শার্দূল এবং ওয়াশিংটন যে অবদান রেখেছেন তার জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়। দেশ থেকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন বিরাট কোহলিও। প্রাক্তন ভারতীয় ক্রিকেটাররা সবাই প্রশংসায় পঞ্চমুখ।

[৪] তবে সব কৃতিত্ব ভারতকে দেবেন, এমন মানুষই নন রিকি পন্টিং। তার মতে, অজি বোলাররাও এর জন্য কিছুটা দায়ী। বলছেন, যথেষ্ট আক্রমণাত্মক ছিলেন না মিচেল স্টার্করা। শর্ট বল আরও বেশি করা যেত। সে জায়গায় ভারতীয় ব্যাটসম্যানদের পছন্দসই জায়গায় বল করেছেন। এ নিয়ে হতাশ পন্টিং। প্রাক্তন অজি অধিনায়ক যাই বলুন, এদিন ঘণ্টায় প্রায় দেড়শো কিমি বেগে বল করেছেন স্টার্ক। শর্ট বলেও কমতি রাখেননি। - জি নিউজ/ আজকাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়